বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর, গুরুতর জখম বৃদ্ধ
বছর বাষট্টির আহত নন্দ সাঁতরাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Updated By: Apr 30, 2019, 04:12 PM IST
![বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর, গুরুতর জখম বৃদ্ধ বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত তারকেশ্বর, গুরুতর জখম বৃদ্ধ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/30/189940-tmc-bjp-clash630630.jpg)
নিজস্ব প্রতিবেদন: দিনের শুরু থেকেই একে একে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। অশান্তি অব্যাহত। ফের বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত তারকেশ্বর। সোমবার পিয়াসাড়া এলাকার তাজপুর গ্রামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুন: সভায় হারাল শিশু, ভাষণ থামিয়ে খুঁজতে বললেন মমতা
অভিযোগ দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে তাড়া করে বিজেপির কর্মী সমর্থকদের। আহতদের দাবি এক বাড়িতে আশ্রয় নিলে খাটের তলা থেকে বার করে তাকে বেধড়ক মারধর করা হয়। পা ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিস।
বছর বাষট্টির আহত নন্দ সাঁতরাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Tags: