Bengal Weather Update: ধীরে ধীরে ঊর্ধ্বমুখী বাংলার পারদ! শীতের সম্ভাবনা নেই বড়দিনেও...
Bengal Weather Update: গতকাল এবং আজ রাতে পারদ সামান্য নিম্নমুখী হলেও ফের আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে। বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। ২৪ তারিখ সামান্য কমতে পারে তাপমাত্রা। ২৬ তারিখ আরও কিছুটা পারদ পতনের ইঙ্গিত।
অয়ন ঘোষাল: গভীর নিম্নচাপ সমুদ্রেই শক্তি হারাবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার ২৭ ডিসেম্বর আরেকটি উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে আসাম, বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন: JK Terrorist Arrested: ক্যানিং থেকে জলপথে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির!
দক্ষিণবঙ্গে
রাতের তাপমাত্রা সামান্য কমলো। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হালকা কুয়াশা সকালের দিকে। বেলা বাড়লে আজ এবং কাল পরিষ্কার আকাশ। পরশু মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। বুধবারের মধ্যে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তারপর আবার ২৬ তারিখ তাপমাত্রা সামান্য কমতে পারে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। আজ ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। তাপমাত্রায় খুব বেশি উত্থান পতন আপাতত নেই। স্থিতিশীল থাকবে পারদ।
কলকাতা
সকালের দিকে সামান্য কুয়াশা। আজ বেলা বাড়লে পরিষ্কার আকাশ। কাল মেঘলা আকাশ। ফিরবে শীতের আমেজ। কিছুটা পারদ উঠবে বড়দিনে। ২৬ তারিখ আবার নামবে। এই বছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের হালকা আমেজ বজায় থাকবে।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৬.৮ থেকে সামান্য নেমে ১৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ থেকে অনেকটা বেড়ে ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৫ শতাংশ।
ভিনরাজ্যে
ঘন কুয়াশার দাপট পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়ে। কুয়াশার দাপট বিহার ঝাড়খন্ড সিকিম আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গে। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)