Howrah: সরকারি হাসপাতালে মদের আসর! ছড়িয়ে পড়ে বোতল-গ্লাস...
আর জি কর কাণ্ডের পরেও টিলে নিরাপত্তায়? হাসপাতাল নেশাখোরদের জায়গা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি হাসপাতালে মদের আসর। হাওড়ার বালি বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ টি এল জয়সওয়াল হাসপাতাল। মঙ্গলবার হাসপাতালে ঘটা করে উদ্বোধন করা হয় ১৫ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ডায়ালিসিস ওয়ার্ডের। তখন একটি অস্থায়ী ঘরে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল গ্লাস।
হাসপাতালের রোগী পরিবারের রাত্রি নিবাসের যে কোয়াটার, সেই কোয়ার্টারের সামনেই অস্থায়ীভাবে একটি দরমার ঘরে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মদের বোতল ও গ্লাস। বিজেপি নেতা ওম প্রকাশ সিং এই ঘটনায় শাসকদলকে উদ্দেশ করে তোপ দাগেন। বলেন, আর জি কর কাণ্ডের পর যখন হাসপাতালে সুরক্ষা আরও বাড়ানো দরকার ছিল, তখন টি এল জয়সওয়াল হাসপাতাল নেশাখোরদের জায়গা হয়ে উঠেছে। কারও কোনও হেলদোল নেই।
ছোটেলাল সিং নামে রোগীর এক আত্মীয় বলেন, প্রশাসনের আরও নজর দেওয়া দরকার। হাসপাতালের সুপার বীরেন্দ্র নাথ সোরেন বলেন, এটা খুবই নিন্দনীয় ঘটনা। কোনওভাবে নজর এড়িয়ে গেছে। তবে যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি জানার পর দ্রুততার সঙ্গে সেই ঘরটিকে পরিষ্কার করে দেওয়া হয়।
আরও পড়ুন, Jalpaiguri: ছিঃ! স্কুল থেকে বাড়ি আনার পথে 'ভ্যানকাকু'-ই ৬ বছরের শিশুকে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)