JK Terrorist Arrested: ক্যানিং থেকে জলপথে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির!

JK Terrorist Arrested: কাশ্মীরের জঙ্গি! ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। বাড়ি কাশ্মীরের তাংপুরা এলাকার বাসিন্দা সে। কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর জেলা পুলিস ও জম্মু-কাশ্মীর পুলিস যৌথ অভিযানে অবশেষে ধরা পড়ল জাভেদ। ধৃতকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রান্সজিটে রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Dec 22, 2024, 06:28 PM IST
JK Terrorist Arrested: ক্যানিং থেকে জলপথে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  ট্রান্সজিট পয়েন্ট ক্যানিং? জলপথে বাংলাদেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গি জাভেদ আহমেদ মুন্সির! পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে সে। তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন:  Mandarmoni: মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার রহস্যমৃত্যু! পুলিসের জালে বান্ধবী-সহ ২...

ক্যানিং কাশ্মীরের জঙ্গি! ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। বাড়ি কাশ্মীরের তাংপুরা এলাকার বাসিন্দা সে। পুলিস সূত্রে খবর, এক মাসে ক্যানিংয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন গোলাম মহম্মদ নামে এক ব্য়ক্তি। দিন দু'য়েক আগে বাড়ির মালিককে তিনি জানান, তাঁর এক আত্মীয় আসবে। সেই আত্মীয়ই হল এই জাভেদ। দিন কয়েক আগে ক্যানিংয়ে এসে পৌঁছয় ওই জঙ্গি। কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর জেলা পুলিস ও জম্মু-কাশ্মীর পুলিস যৌথ অভিযানে অবশেষে ধরা পড়ল সে। ধৃতকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রান্সজিটে রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে দিন কয়েক আগেই ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিস। যাদের মধ্যে ২ জন বাংলার বাসিন্দা। এখন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি কেন বাংলায় এসেছিল, শুধু লুকিয়ে থাকাই তার উদ্দেশ্য ছিল নাকি সে এখানেও নেটওয়ার্ক তৈরির করার চেষ্টা করছিল সেটাই এখন দেখার। জানা যাচ্ছে কাশ্মীরে সেনাবাহিনীর উপরে একাধিক হামলার সঙ্গে জড়িত জাভেদ মুন্সি।

গোয়েন্দা সূত্রে খবর পশ্চিমবঙ্গ, অসম, কেরালা-সহ একাধিক রাজ্যে জাল বিস্তার করতে জোটবদ্ধ আনসার উল বাংলা টিম- জেমবি। আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছাতার তলায় থেকে নতুন ভাবে কাজ শুরু করেছে জেএমবি-এটিবির সদস্যরা। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতির সু্যোগে জঙ্গি সংগঠন গুলির নয়া স্ট্রাটেজি উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। বিশেষ করে বাংলাদেশের অন্তবর্তী সরকারের জমানায় যে ভাবে পাকিস্তানে জাহাজগুলোকে খোলা ছাড়পত্র দেওয়া হয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে তার রীতিমতো উদ্বেগজনক।  কারণ, ২০১৪ সালে গঠিত AQIS-এর ভরকেন্দ্র এবং মূল নিয়ন্ত্রকরা পাকিস্তানে অবস্থিত । ফলে পাকিস্তান থেকে অনায়াসে বাংলাদেশে এবার তারা চলে আসতে পারে এমনকী, এদেশেও অনুপ্রবেশে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

আরও পড়ুন:  Midday Meal Dining Hall: আর মেঝেয় বসে খাওয়া নয়, এবার আনকোরা নতুন ডাইনিং হল! খুশির হাওয়া স্কুলে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.