বকেয়া চাইতেই ঠিকাদার পেটালেন পঞ্চায়েত সমিতির সভাপতি

ঠিকাদার পেটালেন পঞ্চায়েত সমিতির সভাপতি। বকেয়া চাইতে যেতেই মার। দাবি ঠিকাদারের। মারের কথা স্বীকারও করে নিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি। দুর্গাপুরের অন্ডাল পঞ্চায়েত সমিতির ঘটনা।

Updated By: Nov 12, 2017, 08:08 PM IST
বকেয়া চাইতেই ঠিকাদার পেটালেন পঞ্চায়েত সমিতির সভাপতি

নিজস্ব প্রতিবেদন: ঠিকাদার পেটালেন পঞ্চায়েত সমিতির সভাপতি। বকেয়া চাইতে যেতেই মার। দাবি ঠিকাদারের। মারের কথা স্বীকারও করে নিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি। দুর্গাপুরের অন্ডাল পঞ্চায়েত সমিতির ঘটনা।

আরও পড়ুন : স্বামীকে খুন করে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিল স্ত্রী

অন্ডাল রয়্যালিটি মোড় থেকে জামা মসজিদ পর্যন্ত নর্দমা। এই নর্দমা তৈরির বরাত পান সমীর মুখার্জি।  তাঁর দাবি, পরে এই কাজের পরিসর বাড়ে। সেই মত টাকাও বরাদ্দ হয়। বকেয়া চাইতে সমীর মুখার্জি হাজির হন পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরে। অভিযোগ, বকেয়া চাইতেই অগ্নিশর্মা পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মণ্ডল।

আরও পড়ুন : মালবাজারের ওদলাবাড়িতে চালককে মাদক খাইয়ে গাড়ি নিয়ে চম্পট দুষ্কৃতীদের

পরিবার তুলে গালাগাল দিয়েছিলেন ঠিকাদার। তাই তাঁকে মেরেছেন। দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। জনপ্রতিনিধি হয়ে একজন ঠিকাদারের গায়ে কি হাত তুলতে পারেন পঞ্চায়েত সমিতির সভাপতি? উঠছে এই প্রশ্নই।

.