Siliguri: অনুষ্ঠান বাড়িতে অভিনব কায়দায় হাতসাফাই, অবশেষে হাতেনাতে পাকড়াও স্যুট-বুট-টাই পরা চোর

Siliguri: শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি ভবনে ওঁত্‍ পেতে পুলিস বসে থাকলে হাতেনাতে ধরা হয় সাহেব বেশধারী চোরকে

Updated By: Feb 17, 2025, 04:05 PM IST
Siliguri: অনুষ্ঠান বাড়িতে অভিনব কায়দায় হাতসাফাই, অবশেষে হাতেনাতে পাকড়াও স্যুট-বুট-টাই পরা চোর

নারায়ণ সিংহ রায়: শহর শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে চুরির ঘটনা সামনে আসছিল। কিছুতেই চোরের হদিস করতে পারছিল না পুলিস। গত ২৪ শে জানুয়ারি শিলিগুড়ির রমেন্দ্রনারায়ণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি শিলিগুড়ির পানিট্যাঙ্কি আউট পোস্টে একটি অভিযোগ জানান তার বাড়ির অনুষ্ঠান থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। এর পরই ফের জোরদার তদন্ত শুরু করে পানিট্যাঙ্কি থানার পুলিস।

আরও পড়ুন-  ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ, বিধানসভা থেকে ৩০ দিন সাসপেন্ড শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক

বিভিন্ন সূত্র থেকে পুলিসের কাছে স্যুট বুট টাই পরা চোরের হদিস আসতে শুরু করে। মাঝে মধ্যেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বেশে হাজির হতেন চোর বাবাজি। সুযোগ বুঝে হাত সাফাই করতেন অনুষ্ঠান বাড়িতে।

রবিবার শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি ভবনে ওঁত্‍ পেতে পুলিস বসে থাকলে হাতেনাতে ধরা হয় সাহেব বেশধারী চোরকে। সেখানেও স্যুট বুট টাই পড়ে হাত সাফাইয়ের জন্য পৌঁছে গিয়েছিল এই চোর। পুলিস সূত্রের খবর, এই চোরের নাম মনোজ চৌধুরী (৪৪)। দীর্ঘদিন ধরে শহর শিলিগুড়ির বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটিয়ে আসছিল সে। অবশেষে তাকে গ্রেফতার করে আজ শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.