মেয়র পারিষদের বাড়িতে বন্দুক নিয়ে হামলা, খুনের চেষ্টা
রিভলবার বের করে গুলি চালাতে যায়। অভিযুক্তকে ধরে ফেলেন রাখি তিওয়ারি।
![মেয়র পারিষদের বাড়িতে বন্দুক নিয়ে হামলা, খুনের চেষ্টা মেয়র পারিষদের বাড়িতে বন্দুক নিয়ে হামলা, খুনের চেষ্টা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/14/162284-1.jpeg)
নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদের বাড়িতে হামলা দুষ্কৃতীর। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আটক করা হয়েছে হামলাবাজকে।
আরও পড়ুন, অপহরণকারীদের ফাঁদে ফেলে পুরোদস্তুর ফিল্মি কায়দায় গাড়ি ব্যবসায়ীকে উদ্ধার পুলিসের
অভিযুক্ত যুবকের নাম পবন প্রধান। জানা গিয়েছে, এদিন সকালে মেয়র পারিষদ রাখি তিওয়ারির বাড়িতে আসে পবন। বাড়িতে এসেই রাখি তিওয়ারির স্বামীর খোঁজ করে পবন। সেই সময় রাখি তিওয়ারির স্বামী বাড়িতে ছিলেন না। পবন নামে ওই যুবককে ঘুরে আসতে বলেন রাখি। অভিযোগ, এরপরই জোর করে বাড়ির ভিতর ঢোকার চেষ্টা করে পবন। বাধা দেন রাখি তিওয়ারি।
আরও পড়ুন, ‘বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বেছে বেছে এনকাউন্টার হবে’, হুমকি বিজেপি নেত্রীর
বাধা পাওয়ার পরই রাখি তিওয়ারির উপর হামলা চালায় অভিযুক্ত। রিভলবার বের করে গুলি চালাতে যায়। অভিযুক্তকে ধরে ফেলেন রাখি তিওয়ারি। তাঁর চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযুক্ত পবনকে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিস। তবে, কী কারণে এই আক্রমণ, এখনও তা জানা যায়নি।
আরও পড়ুন, বিধায়ক নন, সরিফুদ্দিনই কি ছিল টার্গেট? জয়নগরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
পুলিস জানিয়েছে, অভিযুক্ত পবন প্রধানের বয়স ৪০ বছর। দুর্গাপুরের বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা পবন।