Tollywood: টালিগঞ্জে এবার 'কর্মবিরতি'র পথে পরিচালকরাও!
Tollywood: সংগঠনগতভাবেই শুটিং করা থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও জটিলতা বাড়ল টলিউডে। এবার 'কর্মবিরতি'র পথে পরিচালকরাও! আগামীকাল, শুক্রবার থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিল ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, নির্দিষ্ট শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত।
'কাজ বন্ধ করা যাবে না'। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ফের টালিগঞ্জে বন্ধ শুটিং। কেন? এখনও পর্যন্ত সদুত্তর নেই কারও কাছেই। গত মঙ্গলবারপরিচালক শ্রীজিত্ রায় ফেসবুক লাইভে অভিযোগ করেন, তাঁর সিরিয়ালের সিরিয়ালের সেটে কাজ বন্ধ করে দিয়েছেন টেকিশিয়ানরা। পরিচালকের কথায়, 'কেউ কেউ বলছেন, ফেডারেশন কিংবা টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি। আমি সত্যিই মনে করতে পারছি না এমনটা কখন হলো। তবে আমি জানতে চাই, একজন পরিচালকের কাজ বন্ধ করার আগে তাঁকে ন্যূনতম নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। আর্টস সেটিংস গিল্ড কেন এটা করল'?
এদিকে খবর পেয়েই শ্রীজিতের সিরিয়ালের সেটে যান ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়। সঙ্গে ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই। এরপর আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় টালিগঞ্জের মুর অ্যাভিনিউয়ের অফিসে বৈঠকে বসেন ডিরেক্টর অ্যাসোসিয়েশন সদস্যরা। সেই বৈঠকে সংগঠনগতভাবেই শুটিং করা থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্ত নেন পরিচালকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)