জোর করে 'জয় শ্রীরাম' বলানোর অভিযোগ, বিজেপি-তৃণমূলের ধুন্ধুমার দেগঙ্গায়

পরিস্থিতির অবনতি হলে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও দেগঙ্গা থানার পুলিস। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

Updated By: May 25, 2019, 09:43 AM IST
জোর করে 'জয় শ্রীরাম' বলানোর অভিযোগ, বিজেপি-তৃণমূলের ধুন্ধুমার দেগঙ্গায়

নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই জেলায় জেলায় হিংসা, অশান্তির খবর। এবার ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ দেগঙ্গা। অভিযোগ গতকাল মধ্যরাতে তৃণমূল কর্মীদের জয় শ্রীরাম বলতে বাধ্য করায় দুপক্ষের ধুন্ধুমার শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ঝিকড়া কলোনি পাড়ায়। তৃণমূল কর্মী সমর্থকরা জানিয়েছেন এলাকার বুথে ৪২ ভোটে লিড পেয়েছে বিজেপি আর সেই উচ্ছাসেই এই কাজ করেছে তাঁরা। 

আরও পড়ুন: ১৯-এ হাফ, ২১-এ সাফ, মেদিনীপুর জিতে নিজস্ব ঢঙে হুঙ্কার আত্মবিশ্বাসী দিলীপের

সূত্রের খূর, ঘটনায় আহত হয়েছে প্রায় তৃণমূলের ১২ জন সদস্য। মাথায় হাতে গুরুতর চোট পেয়েছে তাঁরা। পাশাপাশি পাল্টা হামলা করা হয়েছে বিজেপিদের ওপরও। ভাঙচুর হয়েছে তাঁদের বাড়ি। পরিস্থিতির অবনতি হলে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও দেগঙ্গা থানার পুলিস। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

চাপা উত্তেজনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।  

.