Hang the Rapist: 'ধর্ষকদের বাড়ি থেকে বার করে মেরে ফেলুন', হুংকার বাংলার বিধায়কের...
BJP MLA: 'ধর্ষকদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকের বাড়ি যান তাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে যা পাবেন তাই দিয়ে মেরে ফেলুন। যেকোনো ধর্ষক বর্বরের সমান বর্বরদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। এই ভাষাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য...'
![Hang the Rapist: 'ধর্ষকদের বাড়ি থেকে বার করে মেরে ফেলুন', হুংকার বাংলার বিধায়কের... Hang the Rapist: 'ধর্ষকদের বাড়ি থেকে বার করে মেরে ফেলুন', হুংকার বাংলার বিধায়কের...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/25/500293-bjp.png)
শ্রীকান্ত ঠাকুর: 'ধর্ষকদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষকের বাড়ি যান তাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে যা পাবেন তাই দিয়ে মেরে ফেলুন। যেকোনো ধর্ষক বর্বরের সমান বর্বরদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। এই ভাষাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য', বিতর্কিত মন্তব্য করলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়।
বুনিয়াদপুর মহকুমা শাসকের দফতরের উল্টোদিকে একটি প্রতিবাদ সভায় আজ উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ জেলা অন্যান্য নেতৃত্ব। সুকান্ত মজুমদার মঞ্চে আসার আগেই ভাষণ শুরু করেন সত্যেন রায় তিনি তার ভাষণে কিছুদিন আগে বংশিহারি থেকে কিছুদিন আগে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডের অবতারণা করে বলেন ধর্ষক অসুরের সমান ধর্ষণের ঘটনা ঘটলে এলাকার মা-বোনেরা তাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে যা পাবেন তাই দিয়ে পিটিয়ে নিধন করুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল