এক কোটি দশ লাখ টাকার সোনার বিস্কুট সহ বনগাঁয় ধৃত পাচারকারী
বাংলাদেশ থেকে বনগাঁয় পাচার করা হচ্ছিল সোনা।
![এক কোটি দশ লাখ টাকার সোনার বিস্কুট সহ বনগাঁয় ধৃত পাচারকারী এক কোটি দশ লাখ টাকার সোনার বিস্কুট সহ বনগাঁয় ধৃত পাচারকারী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/04/159879-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন : তিরিশটি সোনার বিস্কুট সহ এক পাচারকারিকে আটক করল শুল্ক দফতর | ধৃতের নাম সমীর হালদার | উত্তর ২৪ পরগনার বনগাঁয় আটক করা হয় ওই পাচারকারীকে।
আরও পড়ুন, সন্তানহীনতার জেরেই স্ত্রী অন্তরাকে খুন সুরজিতের!
গোপন সূত্রে আগাম খবর ছিল শুল্ক দফতরের কাছে। তার ভিত্তিতেই সোমবার রাতে বনগাঁর জামতলা এলাকায় তল্লাশি অভিযান চালান শুল্ক দফতরের কর্মীরা। সেই সময়ই গুন গুনে ৩০টি সোনার বিস্কুট সহ পাচারাকারীকে আটক করা হয়। জানা গিয়েছে, ধৃত যুবক মোটর বাইকে করে পেট্রাপল সীমান্ত থেকে বনগাঁ আসছিল।
আরও পড়ুন, বাড়িতে গাছ লাগালেই মিলবে করছাড়, ঘোষণা মহানাগরিক ফিরহাদ হাকিমের
ধৃতকে জেরা করে সোনা পাচার সংক্রান্ত বেশ কিছু তথ্য শুল্ক দফতরের হাতে এসেছে। ধৃত যুবককে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশের মুন্না ভাই নামে এক ব্যক্তি তাকে ওই সোনার বিস্কুটগুলি দিয়েছিল। ওই বিস্কুটগুলি বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় আর ভাই নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল ওই যুবকের।
আরও পড়ুন, চার বছরের অসুস্থ শিশুপুত্রকে পুকুরের জলে চুবিয়ে খুন, আত্মঘাতী বাবাও
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৩০টি সোনার বিস্কুটের মোট ওজন সাড়ে তিন কেজি। যার বাজার মূল্য প্রায় এক কোটি দশ লাখ টাকা |