Dengue: শীতেও ডেঙ্গির চোখরাঙানি! কলকাতা থেকে জেলায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা...

Dengue: শীতে সাধারণত ডেঙ্গির প্রভাব কম থাকলেও, এবার উঠে আসছে অন্য চিত্র। তাপমাত্রা ওঠানামা করছে,১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। এরই মাঝে চুপিসাড়েই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। 

Updated By: Feb 8, 2025, 01:38 PM IST
Dengue: শীতেও ডেঙ্গির চোখরাঙানি! কলকাতা থেকে জেলায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা...

অয়ন শর্মা: তাপমাত্রা ওঠানামা করছে,১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই ঘোরা ফেরা করছে। এরই মাঝে চেনা ছককে ফাঁকি দিয়ে,ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা গেছে,রাজ্যের ১৬ টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা ২৬২ জন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যার নিরিখে তালিকার সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৯। যার মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৩৪ জন, বেসরকারি হাসপাতালে ভর্তি ৫ জন। এর আগেই রয়েছে হাওড়া। সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩২ জন। যার মধ্যে ২৮ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন। হুগলিতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ২৮ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে ২৬ জন ভর্তি। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।

আরও পড়ুন- Samrat-Moyna Divorce: ভাঙছে ২২ বছরের সংসার! বিচ্ছেদের পথে সম্রাট-ময়না?

দুই পরগণাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত ২৩ জন। যার মধ্যে ২০ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। দক্ষিণ ২৪ পরগণের ডেঙ্গি আক্রান্ত ২১ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।

এখনও অবধি কলকাতায় ডেঙ্গি আক্রান্ত ২০ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন। মালদায় ডেঙ্গি আক্রান্ত  ১৯ জন।যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।

পূর্ব বর্ধমান ডেঙ্গি আক্রান্ত ১৪ জন।যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। পশ্চিম বর্ধমান ডেঙ্গি আক্রান্ত ১৪ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জন।

বাঁকুড়া তে ডেঙ্গি আক্রান্ত ১০ জন।এই ১০ জনই সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব মেদিনীপুর ডেঙ্গি আক্রান্ত ১০ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। ডায়মন্ড হারবারে আক্রান্ত ১০ জন। সরকারী হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।

আরও পড়ুন- Infosys Lays Off: একধাক্কায় ছাঁটাই ৭০০, ইনফোসিসের বিরুদ্ধে সরকারের দ্বারস্থ কর্মীরা...

 নদিয়াতে ডেঙ্গি আক্রান্ত ৯ জন। সরকারী হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্ত ৮ জন। সরকারী হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন । বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১ জন। ঝাড়গ্রামে ডেঙ্গি আক্রান্ত ৪ জন।এই ৪ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নন্দীগ্রামে স্বাস্থ্য জেলাতে ১ জন ডেঙ্গি আক্রান্ত। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

কেন এমন পরিস্থিতি তৈরী হচ্ছে,তবে কি ডেঙ্গির রোগ সৃষ্টিকারী মশা এডিস ইজিপটাই এর মিউটেশন হল,মিউটেশন হল ডেঙ্গির। বাড়ছে চিন্তা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.