Bengal Weather: শেষ ইনিংসে নামল পারদ! আরও নামবে তাপমাত্রা, হাড়াকাঁপানো ঠান্ডা কোন কোন জেলায়?

WB Weather Update: বুধবার রাতের তাপমাত্রা ২২.৬। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ১৭.৩। শুক্রবার রাতের তাপমাত্রা ১৫.৬। অর্থাৎ ৪৮ ঘণ্টায় রাতের পারদে ৭ ডিগ্রি পতন। 

Updated By: Feb 8, 2025, 09:13 AM IST
Bengal Weather: শেষ ইনিংসে নামল পারদ! আরও নামবে তাপমাত্রা, হাড়াকাঁপানো ঠান্ডা কোন কোন জেলায়?
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: ক্রমান্বয়ে পারদ পতনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরল শীতের আমেজ। সোমবার পর্যন্ত চলবে শীতের লাস্ট ইনিংস। মঙ্গলবার থেকে স্থায়ী পারদ উত্থান। শুক্রবার উষ্ণ প্রেম দিবসের পূর্বাভাস। আগামী উইক এনডে শীতের বিদায়। আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২০ এবং দিনের তাপমাত্রা ৩০-এর ঘরে পৌঁছে যাবে কলকাতায়। আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই।

আরও পড়ুন, Dunkuni Shootout: ফের শ্যুটআউট, ভরসন্ধেয় গুলি চলল ডানকুনিতে! খুন যুবক

হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলাতে। আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৮ ফেব্রুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকবে। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে ফিরল শীতের পরশ। স্থায়ী হবে সোমবার রাত পর্যন্ত। 

শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। মাঘ মাসের শেষে, ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের। মূলত পরিষ্কার আকাশ। হালকা কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশা বিক্ষিপ্তভাবে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

উত্তরবঙ্গের চার জেলাতে খুব হালকা থেকে মাঝারি কুয়াশার। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে হালকা কুয়াশা। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। রবিবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে রবি ও সোমবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে পারে সিকিম ও উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়।

এদিকে কলকাতা ফিরল শীতের আমেজ। তুলে রাখা গরম পোশাক ফের বেরোল কলকাতায়। স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেড়ে যাওয়া পারদ ৪৮ ঘণ্টায় ৭ ডিগ্রি কমে স্বাভাবিকের নিচে নেমে গেল গতকাল রাতে। দিনের তাপমাত্রা প্রায় ৩১ ছুঁই ছুঁই অবস্থা থেকে কাল নেমে এল স্বাভাবিকের নিচে। রাতের তাপমাত্রা ১৭.৩ থেকে আরও কমে ১৫.৬ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ থেকে প্রায় ৪ ডিগ্রি নেমে ২৬.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩১ থেকে ৯৩ শতাংশ। 

আরও পড়ুন, CPM: তোপের মুখে খোদ জেলা সম্পাদকই! সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে 'অশান্তি'....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.