Naga Chaitanya: 'ভাঙাচোরা একটা সংসার থেকে এসেছি, সম্পর্ক ছাড়ার আগে ১০০০ বার ভাবি! তবে সামান্থা...'

Naga Chaitanya: তাঁরা দুজনেই নতুন জীবনের পথে অনেকটাই এগিয়ে গেছেন অনেকটাই। যৌথ উদ্যোগেই হয়েছে তাঁদের বিবাহবিচ্ছেদ।  ১০০০ বার ভেবে তবেই ভেঙেছেন তাদের সম্পর্ককে...

Updated By: Feb 8, 2025, 06:24 PM IST
Naga Chaitanya: 'ভাঙাচোরা একটা সংসার থেকে এসেছি, সম্পর্ক ছাড়ার আগে ১০০০ বার ভাবি! তবে সামান্থা...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) বিবাহবিচ্ছেদ নিয়ে নেটপাড়ায় চলছে আলোচনা। অভিনেতা জানিয়েছেন তিনি এবং সামান্থা তাঁদের নতুন জীবনের পথে অনেকটাই এগিয়ে গেছেন। একে অপরের প্রতি অপরিসীম শ্রদ্ধা রয়েছে। নাগা চৈতন্য বলেছেন ১০০০ বার ভেবে তবে ভেঙেছেন তাদের সম্পর্ককে। 

আরও পড়ুন-Mamta Kulkarni: 'লজ্জা নিয়ে ফিরেছিলাম, মুখের ওপর দরজা বন্ধ করেছিল সলমান-শাহরুখ'!...

'র' টকস উইথ ভিকে পডকাস্টে' (Raw Talks With VK podcast) চ্যা (Chay) বলেন, 'আমরা আমাদের নিজের নিজের পথে চলতে চেয়েছিলাম। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা একে অপরকে যথেষ্ঠ সম্মান করি। আমরা আমাদের জীবনে অনেকটাই এগিয়ে গেছি। এর চেয়ে আর কত স্পষ্টভাবে বলা প্রয়োজন, আমি বুঝতে পারছি না। আমি আশা করছি দর্শক এবং মিডিয়া এটিকে সম্মান করবে। আমরা আমাদের গোপনীয়তার জন্য অনুরোধ করেছি। দয়া করে আমাদের সম্মান করুন এবং এই বিষয়ে আমাদের একা ছেড়ে দিন। কিন্তু, দুর্ভাগ্যবশত, এটি এখন একটি বড়ো খবর। এবং এটিকে নিয়ে প্রচণ্ড কূটকচালী হচ্ছে। এখন আমাদের এই বিষয়টি বিনোদনে পরিণত হয়েছে।'

নাগা চৈতন্য আরও বলেন, 'আমি অনেক ভেবে এগিয়ে গেছি। সেও অনেকটাই এগিয়ে গেছে। আমরা আমাদের নিজেদের জীবনে ভালো আছি। আমি আবার ভালোবাসার খোঁজ পেয়েছি। আমি খুব খুশি এই ব্যপারটিকে নিয়ে। আমাদের একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা আছে।' নাগা চৈতন্য দর্শকদের সামান্থার সঙ্গে তাঁর পরবর্তি জীবন নিয়ে একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। অভিনেত্রীর প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন দর্শকদের 'আমার সঙ্গে কেন অপরাধীর মতো আচরণ করা হচ্ছে?'

বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা স্মরণ করে অভিনেতা বলেন, 'সিদ্ধান্ত যাই হোক না কেন, এটি অনেক চিন্তাভাবনা এবং একে অপরের প্রতি অনেক শ্রদ্ধার নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার এই কথাগুলো বলার পেছনের কারণ, এই বিবাহবিচ্ছেদের ঘটনা আমার জন্য একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। আমি একটি ভাঙে যাওয়া পরিবার থেকে এসেছি। আমি একটি ভাঙে যাওয়া পরিবারের সন্তান, তাই আমি জানি কেমন হয় সম্পর্ক ভেঙে গেলে। সম্পর্ক ভাঙার আগে আমি ১০০০ বার ভাববো কারণ আমি এর পরবর্তী ধাপগুলিও জানি... দুজনকার সিদ্ধান্তেই বিবাহবিচ্ছেদ হয়েছিল...'

আরও পড়ুন- Meet Pakistani Actress Mathira: ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস! লাস্যের সমুদ্রে জ্বালেন কামের আগুন, কে এই পাক অভিনেত্রী?

'এমন নয় যে আমার রাতারাতি মন খারাপ হয়ে যায়। এটা ঘটেছে বলে আমার খারাপ লাগছে কিন্তু সবকিছুর পেছনে কোন না কোন কারণ থাকে। তুমি নিজেকে গড়ে তোলো, তুমি এগিয়ে যেতে থাকো এবং শীঘ্রই তুমি সঠিক পথ খুঁজে পাবে। আমার সঙ্গেও এমনটাই ঘটেছে,' তিনি সব কথার সঙ্গে এটা যোগ করেন।

এখানে বলে রাখা ভালো নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন। ২০২১ সালে এই প্রাক্তন দম্পতির বিচ্ছেদ ঘটে। নাগা চৈতন্য এখন শোভিতা ধুলিপালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.