Arambagh Bus Association: অ্যাডমিট কার্ড দেখালেই ভাড়া মাফ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাশে আরামবাগ বাস অ্যাসোসিয়েশন...

Arambagh Bus Association: আরামবাগ মহকুমা ও আশপাশের ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাস মালিকেরা বিশেষ পন্থা অবলম্বন করেছেন। আরামবাগ বাসস্ট্যান্ডে রীতিমতো মতো সাংবাদিক সম্মেলন করে কয়েকটি বাস মালিক সংগঠনের কর্মকর্তারা...

Updated By: Feb 5, 2025, 02:19 PM IST
Arambagh Bus Association: অ্যাডমিট কার্ড দেখালেই ভাড়া মাফ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাশে আরামবাগ বাস অ্যাসোসিয়েশন...

দিব্যেন্দু সরকার: এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে ময়দানে আরামবাগ বাস অ্যাসোসিয়েশন। আরামবাগ মহকুমা ও আশপাশের ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাস মালিকেরা বিশেষ পন্থা অবলম্বন করেছেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য কোনও ভাড়া লাগবে না বলে জানা যাচ্ছে। পরীক্ষার্থীরা যেখান থেকেই ওঠুক না নামুক না কেন তাদেরকে কোন বাস ভাড়া দিতেই হবে না। শুধু মাত্র অ্যাডমিট কার্ড দেখালেই মিলে যাবে ছাড় পত্র। বাসের কনডাক্টররা তাদের আর ভাড়া নেবেন না।

আরও পড়ুন: Gosaba Shocker: বন্ধুদের সঙ্গে নাগরদোলায় ওঠাই কাল হল, গতি নিতেই ছিটকে পড়ে মর্মান্তিক পরিণতি ছাত্রীর

আরামবাগ বাসস্ট্যান্ডে রীতিমতো মতো সাংবাদিক সম্মেলন করে কয়েকটি বাস মালিক সংগঠনের কর্মকর্তারা এই ঘোষণাটি করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে দেখলেই দাঁড়াবে বাস এবং সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য নিদিষ্ট বাস স্টপেজ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এই ঘোষনার ফলে তিন জেলা তথা হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের কিছু এলাকার পরীক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবেন বলেই জানানো হয়েছে। আরামবাগের সাতটি বাস সংগঠন এই বছর পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে আরামবাগ বাস ও মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, সামনেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময় পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন থাকে। তাই তাদের যাতায়াতের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই জন্য তাদের বাস ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যেক পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বাস কনডাক্টর কে দেখাতে হবে। তাহলেই বাস ভাড়া মুকুব হবে। 

আরও পড়ুন: WB Weather Update: আপাতত চলবে পারদের ওঠানামা, শীতের বিদায় কবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

পরীক্ষার্থীরা রাস্তায় হাত দেখালেই বাস দাঁড়াবে। যে যেখানেই দাঁড়িয়ে থাকুক না কেন হাত দেখালেই বাস থেমে তাকে তুলে নেবেন বাসে এবং সঠিক স্থানে তাদের পৌঁছে দেওয়া হবে। এরই পাশাপাশি বাস কর্মীদের পরীক্ষার্থীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে বলা হয়েছে। পরীক্ষার সময় নো এন্ট্রি খোলার পর যে যানজট সৃষ্টি হচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। ওই সময় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে সতর্ক থাকার জন্য, পরীক্ষা সময় যাতে দুর্ঘটনা না ঘটে তার দিকে খেয়াল রাখতে হবে। দুর্ঘটনা ঘটলে তার প্রভাব ছাত্র ছাত্রীদের মধ্যে পড়বে। প্রায় ২০০টিরও বেশি বাস ওই সময় আরামবাগ মহকুমাসহ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার পরীক্ষার্থীদের সুবিধার্থে চলাচল করবে। এর জন্য কোনও ভাড়া লাগবে না বলে জানান তিনি। সবমিলিয়ে আরামবাগ মহকুমা বাস মালিক সংগঠনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। সম্ভবত এবারেই এই প্রথম এইরকম একটা অভিনব পন্থা নিলেন বাস মালিক কর্তারা। এই এলাকায় আট নয়টি রুটের বাস চলাচল করে। এই মহকুমার আরামবাগ, খানাকুল,পুরশুড়া, গোঘাট ছাড়াও তারকেশ্বর এলাকার বহু ছাত্রছাত্রী এতে উপকৃত হবে। এতে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরাও। খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা,অভিভাবক অভিভাবিকা সকলেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.