Gosaba Shocker: বন্ধুদের সঙ্গে নাগরদোলায় ওঠাই কাল হল, গতি নিতেই ছিটকে পড়ে মর্মান্তিক পরিণতি ছাত্রীর

Gosaba Shocker: নাগরদেলার মালিককে গ্রেফতার করেছেন সুন্দরবন কোস্টাল থানার পুলিস

Updated By: Feb 5, 2025, 09:13 AM IST
Gosaba Shocker: বন্ধুদের সঙ্গে নাগরদোলায় ওঠাই কাল হল, গতি নিতেই ছিটকে পড়ে মর্মান্তিক পরিণতি ছাত্রীর

প্রসেনজিত্‍ সরদার: নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রীর। নিহত ওই ছাত্রীর নাম সায়ন্তনী মন্ডল(১৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূলীয় থানার কুমিরমারী গ্রামে। ওই ছাত্রী কুমিরমারিী হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়তো বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-আপাতত চলবে পারদের ওঠানামা, শীতের বিদায় কবে জানিয়ে দিল আবহাওয়া দফতর

স্থানীয় ও পুলিস সূত্রে খবর কুমিরমারী গ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে নাগরদোলারও ব্যবস্থা ছিল। সেই নাগরদোলায় চড়ে বসে সায়ন্তনী মন্ডল-সহ তার অন্যান্য বন্ধু বান্ধবীরা। এরপর ঘুরন্ত নাগরদোলাতেই ঘটে বিপত্তি। নাগরদোলা থেকে ছিটকে পড়ে ওই ছাত্রী। ঘাড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় কুমিরমারী থেকে স্পিড বোটে করে নিয়ে আসা হয় ধামাখালি। ধামাখালি থেকে তারপর অ্যাম্বুলেন্সে  করে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায় । এই ঘটনা শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত হয় তিনজন। তবে সেবার প্রাণে বেঁচে যান আহত ব্যক্তিরা। এবার নাগরদোলা থেকে পড়ে মারা গেল ওই ছাত্রী। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় অমল মণ্ডল নামে নাগরদোলার মালিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.