Accident: আইনজীবীর গাড়ি ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের....
নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন বাড়িতে। দুর্ঘটনার পর অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে পুলিস। পরে জামিন পান তিনি।
![Accident: আইনজীবীর গাড়ি ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের.... Accident: আইনজীবীর গাড়ি ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের....](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/02/25/408283-howrah.png)
দেবব্রত ঘোষ: রাস্তাটা আর পার হতে পারলেন না! দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। চালকের আসনে যিনি ছিলেন, তিনি পেশায় আইনজীবী। গ্রেফতারির পর জামিন পেয়ে যান তিনি। দুর্ঘটনা ঘটল হাওড়ার আন্দুল রোডে।
পুলিস সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পিয়ালী বসাক। শুক্রবার রাতে যখন হাওড়ার লক্ষ্মীনারায়ণ তলায় আন্দুল রোড পার হচ্ছিল তিনি, তখনই ঘটে দুর্ঘটনা।
কীভাবে? হাওড়ার আন্দুল রোডেরই বাসিন্দা জয়ন্ত সাঁতরা। পেশায় তিনি আইজীবী। রাতে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। লক্ষ্মীনারায়ণ তলায় সেই গাড়িটিকে ধাক্কা মারে পিয়ালীকে। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তিনি যান জয়ন্তই। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের।
আরও পড়ুন: Odisha Accident: জাতীয় সড়কে ট্রাকের ধাক্কা! ওড়িশায় মৃত্যু বাংলার ৭ দিনমজুরের
এদিকে এই ঘটনার অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে পুলিস। এদিন সকালে আদালতে পেশ করা হলে তাঁকে জামিন দেন বিচারক।