সপ্তমীর সকালে মাতলা নদীর চরে ভেসে এল রক্তাক্ত দেহ, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়
স্থানীয়রা জানায়, মৃতদেহের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
Updated By: Oct 5, 2019, 05:47 PM IST
![সপ্তমীর সকালে মাতলা নদীর চরে ভেসে এল রক্তাক্ত দেহ, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায় সপ্তমীর সকালে মাতলা নদীর চরে ভেসে এল রক্তাক্ত দেহ, চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/05/212184-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: সপ্তমীর সকালে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনায়। এদিন সকালে মাতলা নদীতে একটি রক্তাক্ত দেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। এরপর চড়ে এসে আটকায় সেই দেহ।
স্থানীয়রা জানায়, মৃতদেহের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পলিস। জানা গিয়েছে মৃতের নাম সিরাজুল লস্কর, কুলতলী থানার এলাকার বাসিন্দা তিনি।
পুলিস সূত্রে খবর, এই ব্য়ক্তির নামে একাধিক অপরাধের মামলা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই ওই গ্রামের এক পরিবারের সঙ্গে ঝামেলা চলছিল ওই ব্যক্তির। এমনকি খুনের ঘটনাও ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান খুনের বদলা নিতেই তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Tags: