Aamir Khan's new ladylove: বলিউডে হইচই! আর লুকোচুরি নয়, গৌরীর প্রেমে মশগুল আমির...

Aamir Khan: লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে একেবারে ছাপোষা জীবন কাটাতেই ভালোবাসেন আমির খান। এই কারণে তাঁর জীবন নিয়ে মানুষের আগ্রহও অনেক বেশি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ফের প্রেমে পড়েছেন নায়ক। এবার জানা গেল সেই প্রেমিকার নাম। আর নাম জানাজানি হতেই হইচই বলিউডে। 

Updated By: Feb 7, 2025, 04:01 PM IST
Aamir Khan's new ladylove: বলিউডে হইচই! আর লুকোচুরি নয়, গৌরীর প্রেমে মশগুল আমির...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত মাসের শেষেই জানা যায় যে ৬০ ছুঁই ছুঁই আমির খান (Aamir Khan) ফের প্রেমে পড়েছেন। সত্যিই প্রেমের কোনও বয়স হয় না, তাই নায়কের নতুন সম্পর্কে বেশ খুশিই তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে ইতোমধ্যেই সেই নারীর সঙ্গে নাকি পরিচয়ও করিয়ে দিয়েছেন পরিবারের। কিন্তু কে সেই রহস্যময়ী? অবশেষে জানা গেল গৌরীর প্রেমে পড়েছেন তিনি। সেই সম্পর্ক নিয়ে নাকি বেশ সিরিয়াস নায়ক। 

আরও পড়ুন- Priyanka Sarkar: না জানিয়েই ছবিতে নাম, কথা বলতে অফিসে যেতেই প্রিয়াঙ্কাকে ধরে ঘরে আটকে রাখল পরিচালক...

কিছুদিন আগেই জানা যায় যে আমিরের জীবনে নতুন প্রেমের হাতছানি। গৌরী, বেঙ্গালুরুর বাসিন্দা। তাঁর সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রির কোনও সম্পর্ক নেই। কিছুদিন আগে ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমির খানের। সেই কারণেই নাকি কিরণের সঙ্গে বিয়ে ভাঙে অভিনেতার, এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। এবার জানা গেল, আমিরের প্রেমিকা ফতিমা সানা শেখ নন, বেঙ্গালুরুর এক নারী। তাঁর সঙ্গে ইতোমধ্যেই পরিবারের সঙ্গে নেই নারীর পরিচয় করিয়েছেন মেগাস্টার। সেই আলাপচারিতায় খুশি পরিবার, এমনটাই খবর। 

আরও পড়ুন- Rappa Roy Comics in Cinema: কমিক্সের পাতা থেকে বড়পর্দায় রাপ্পা রায়, মুখ্য চরিত্রে ধারাবাহিকের জনপ্রিয় মুখ...

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেছিলেন আমির খান। রীনার সঙ্গে তাঁর দুই সন্তান, জুনেইদ খান ও আয়রা খান। সম্প্রতি বলিউডে ডেবিউ করেন জুনেইদ। যদিও অভিনয়ে আগ্রহ নেই আয়রার। সম্প্রতি আমিরের জিম ট্রেনারের সঙ্গে বিয়ে করেন তিনি। ২০০২ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। বিচ্ছেদ হলেও তাঁরা পাশাপাশিই থাকেন। একে অপরের সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁদের। ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ১৫ বছর সংসারের পর ২০২১ সালে ডিভোর্স ঘোষণা করেন তাঁরা। তাঁদের এক ছেলে আজাদ। বিচ্ছেদের পরেও একই বিল্ডিংয়েই থাকেন তাঁরা। এবার জানা গেল, ফের সম্পর্কে জড়িয়েছেন আমির। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.