Bangladesh: নিজেদের অভ্যন্তরীণ বিষয় ভারতের ঘাড়ে চাপানো হচ্ছে, বাংলাদেশের হাইকমিশনারকে তলব দিল্লিতে

Bangladesh: ভারত চায় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক বজায় থাকুক। নিজেদের অভ্যন্তরীণ বিষয় ভারতের ঘাড়ে চাপানো হচ্ছে

Updated By: Feb 7, 2025, 08:41 PM IST
Bangladesh: নিজেদের অভ্যন্তরীণ বিষয় ভারতের ঘাড়ে চাপানো হচ্ছে, বাংলাদেশের হাইকমিশনারকে তলব দিল্লিতে

রাজীব চক্রবর্তী: বাংলাদেশে নৈরাজ্য চরমে। আর তা ঢাকতে ভারতের বিরুদ্ধে চরম অপপ্রচার চলছে বাংলাদেশ জুড়ে। খোদ মহম্মদ ইউনূসও বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা জঙ্গিদের বাংলাদেশের বিরুদ্ধে উস্কে চলেছেন। এরকম এক পরিস্থিতিতে শুক্রবার বিকেলে সাউথ ব্লকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল ভারত।

আরও পড়ুন-ফের শ্যুটআউট, ভরসন্ধেয় গুলি চলল ডানকুনিতে! খুন যুবক

ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে আজ বিকেল ৫টায় বিদেশ মন্ত্রক সাউথ ব্লকে তলব করা হয়। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 'ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থবান্ধব সম্পর্ক চায়। সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলোতেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে দুঃখজনকভাবে, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্তব্য বারবার ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে চলেছে।'

তিনি আরও বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু মন্তব্য একেবারেই তার ব্যক্তিগত মতামত, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। এ ধরনের মন্তব্যকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মেলানো ঠিক হবে না।' ভারত চায় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক বজায় থাকুক। আমাদের আশা বাংলাদেশও একইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.