বৃষ্টির মাঝেও ০-১ এর মঞ্চ বাঁধলেন ক্লার্ক, স্মিথ
![বৃষ্টির মাঝেও ০-১ এর মঞ্চ বাঁধলেন ক্লার্ক, স্মিথ বৃষ্টির মাঝেও ০-১ এর মঞ্চ বাঁধলেন ক্লার্ক, স্মিথ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/10/32268-sab.jpg)
অস্ট্রেলিয়া- ৫১৭/৭ (১২০ ওভার)
ওয়েব ডেস্ক: অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই ভারতের কাছে আতঙ্কে ভরা একটা সিরিজ শুরুর ইঙ্গিত দিয়ে রাখল। রানের পাহাড়ে চড়ে মিচিল জনসন, পিটার সিডলরা এবার নামবেন ধাওয়ান, কোহলিদের শেষ করতে। হিউজ আবেগময় টেস্টে চোটকে বুড়ো আঙুল দেখিয়ে শতরান করলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। দেড়শো রান করলেন অসি ক্রিকেটের 'নেক্সট বিগ ম্যান' স্টিভ স্মিথ। বৃষ্টি এসে দিনের অনেকটা সময় কেড়ে নিলেও মাত্র ১২০ ওভার খেলা হতেই পরিষ্কার কোহলিদের লড়াই এখন শুধু ম্যাচ বাঁচানোর।
৩৫৪/৬ অবস্থা থেকে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। এমন একটা পরিস্থিতি ম্যাচ দাঁড়িয়ে ছিল অসিদের পক্ষে ৫৫-৪৫। কিন্তু দিনের শেষে সেটা গিয়ে দাঁড়াল ৭৫-২৫। কারণ দুটো ১) হতশ্রী বোলিং, ২) দুরন্ত সাহসি ব্যাটিং। সামি, অ্যারন, ইশান্তদের ক্লাব পর্যায়ে নামিয়ে এনে হেলায় ১৬২ রান করলেন স্মিথ। শেষ অবধি তাঁকে আউট কার যায়নি। আর ইঞ্জেকশন নিয়ে খেলতে নেমে ক্লার্ক করলেন ১২৮ রান। আজ মাত্র ৩০ ওভার খেলা হল, তার মধ্যেই কোহলিদের সব আশায় জল ঢেলে দিয়েছেন অসিরা। দ্বিতীয় দিনে মাত্র ৩০ ওভারে অসিরা তুললেন ১৬৩ রান। রান রেট প্রায় সাড়ে ৫। তাহলেই বুঝুন কী পরিমাণ ছেলেখেলা হল অ্যারনদের বোলিংয়ে। শেষ অবধি অবশ্য করণ শর্মা ফেরান ক্লার্ককে। প্রথম ইনিংসে তিনটে শতরান হল।
সব মিলিয়ে যা পরিস্থিতিতে তাতে ম্যাকগ্রার কথাটা আর একবার লিখতে হচ্ছে। দু মাস আগেই ম্যাকগ্রা বলেছিলেন, 'ভারত তোমাদের জন্য ক্লার্করা অপেক্ষা করছে, ০-৪ হল বলে।' সেটা এখন অনেক দূর, তবে ০-১ দেরি আছে কী!