মুম্বইকে হারিয়ে রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক জয় জম্মু-কাশ্মীরের
![মুম্বইকে হারিয়ে রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক জয় জম্মু-কাশ্মীরের মুম্বইকে হারিয়ে রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক জয় জম্মু-কাশ্মীরের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/10/32264-pervez-rasool.jpg)
মুম্বই- ২৩৬, ২৫৪
জম্মু কাশ্মীর- ২৫৪, ২৩৭/৬ (৬৯.২ ওভারে)
ওয়েব ডেস্ক: ডেভিড বনাম গোলিয়াথের লড়াই বললেও কম বলা হয়। ভারতীয় ক্রিকেটে মুম্বই বনাম জম্মু-কাশ্মীরের লড়াইটাকে যে কোনও খেলার সেরা অসম লড়াই বলা যায়। সেই অসম লড়াইয়ে জিতে গেল ডেভিড, হারিয়ে দিল ভারতীয় ক্রিকেটের গোলিয়াথকে। মুম্বইকে হারিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা চমকপ্রদ ও ঐতিহাসিক জয় ছিনিয়ে আনল জম্মু-কাশ্মীর। মুম্বইয় ক্রিকেটের গর্বের মাঠে পারভেজ রসুলের নেতৃত্বে জম্মু-কাশ্মীর জিতল ৪ উইকেটে। প্রথম ইনিংসে ১৮ রানে লিড নেওয়ার পর শেষ ইনিংসে জিততে হলে ভূ-স্বর্গের রাজ্যকে জিততে হলে করতে হত ২৩৭ রান। হরদীপ সিং ও পারভেজ রসুলের চেষ্টা ঐতিহাসিক জয় তুলে নিল জম্মু-কাশ্মীর।
সুনীল গাভাসকর থেকে দিলীপ বেঙ্গসকর, সচিন তেন্ডুলকর। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ক্রিকেটার যে রাজ্য থেকে উঠে এসেছে সেই মুম্বইকে হাহারল এমন এক রাজ্য যেখান থেকে কোনও ক্রিকেটার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেনি। সবচেয়ে বেশিবার রঞ্জি জয়ী মুম্বইয়ের ঘোর দুঃসময়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনে জম্মু-কাশ্মীর এখন উচ্ছ্বাসের ভূ স্বর্গে।