India vs England 2nd ODI: বিকল ফ্লাডলাইটে ৩০ মিনিট খেলা বন্ধ! ১০ দিনের ভিতর শো-কজ চাইল ওড়িশা সরকার

India vs England 2nd ODI: বিকল ফ্লাডলাইটে ৩০ মিনিট খেলা বন্ধ ছিল! এবার ওড়িশা সরকার শো-কজ চাইল...

Updated By: Feb 10, 2025, 02:45 PM IST
India vs England 2nd ODI: বিকল ফ্লাডলাইটে ৩০ মিনিট খেলা বন্ধ! ১০ দিনের ভিতর শো-কজ চাইল ওড়িশা সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) ভারত তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জিতল রোহিতবাহিনী (India vs England 2nd ODI)। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। বারাবটি স্টেডিয়ামে ফ্লাডলাইট বিকল হয়ে যাওয়ায় খেলা বন্ধ ছিল ৩০ মিনিট! কেন হল এরকম? এই মর্মেই ওড়িশা সরকার ১০ দিনের ভিতর শো-কজ চাইল ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (OCA) কাছে!

আরও পড়ুন: রোহিতের ইতিহাসে মুছল সচিনেরও নাম! 'হিটম্যান' তাণ্ডবে তছনছ রেকর্ডের পর রেকর্ড...

ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৪ রান তুলেছিল। জবাবে ভারতের হয়ে রান তাড়া করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। দারুণ ছন্দে খেলছিলেন দুই ওপেনার। তবে আচমকাই তাঁদের তাল কেটে দেয় ফ্লাডলাইটের একটি টাওয়ার আলো নিভে যাওয়ায়, যার জেরে মাঠের একাংশ আংশিক অন্ধকারে ডুবে যায়। হঠাৎ এই বিঘ্ন ঘটায় খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং দর্শকরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। আম্পায়ারের সঙ্গে আলোচনার পর, দুই দলই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মাঠ না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওসিএ-কে দেওয়া ওড়িশা সরকারের চিঠিতে লেখা হয়েছে, '৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, কটকের বারাবটি স্টেডিয়ামে, ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওডিআই ম্যাচ চলাকালীন, একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায় এবং খেলা ব্যাহত হয়। এই ঘটনায় প্রায় ৩০ মিনিট খেলা স্থগিত ছিল, যার ফলে খেলোয়াড় এবং দর্শকদের অসুবিধা হয়। এই বিঘ্নের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, এই ধরণের ত্রুটির জন্য দায়ী ব্যক্তি/সংস্থাগুলিকে চিহ্নিত করতে হবে। ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধের গৃহীত ব্যবস্থাগুলির রূপরেখা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এই চিঠি পাওয়ার পর ১০ দিনের মধ্যে উত্তর দিতে হবে।' ছ'বছরে প্রথমবার বারাবটিতে প্রথম ওডিআই অনুষ্ঠিত হল। ওড়িশা সরকারের হস্তক্ষেপ বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে এরকম কোনও ঘটনা বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝেই ‘ছি ছি ছি রে ননী’! হেসে ফেললেন কোহলি, মেতে উঠল দর্শকরা

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.