রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনের পর খুশি এএফসির প্রতিনিধি দল

রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনের পর খুশি এএফসির প্রতিনিধি। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এএফসি কাপে মোহনবাগানের হোম গ্রাউন্ড হওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এএফসি কাপে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগানের হোম ম্যাচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। রবীন্দ্র সরোবরে এএফসি-র  মত আন্তর্জাতিক ম্যাচ করার পক্ষে কতটা উপযোগী তা খতিয়ে দেখতে শুক্রবার দক্ষিন কলকাতার এই স্টেডিয়ামটি পরিদর্শনে আসেন এএফসি-র প্রতিনিধিরা।

Updated By: Jan 28, 2017, 11:19 PM IST
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনের পর খুশি এএফসির প্রতিনিধি দল

ওয়েব ডেস্ক : রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনের পর খুশি এএফসির প্রতিনিধি। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এএফসি কাপে মোহনবাগানের হোম গ্রাউন্ড হওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এএফসি কাপে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মোহনবাগানের হোম ম্যাচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। রবীন্দ্র সরোবরে এএফসি-র  মত আন্তর্জাতিক ম্যাচ করার পক্ষে কতটা উপযোগী তা খতিয়ে দেখতে শুক্রবার দক্ষিন কলকাতার এই স্টেডিয়ামটি পরিদর্শনে আসেন এএফসি-র প্রতিনিধিরা।

আরও পড়ুন- ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রির প্রস্তাব প্রত্যাখ্যান রাহুল দ্রাবিড়ের!

দলে ছিলেন এএফসি-র ম্যাচ কমিশনার আবদুল গাফুর এবং ফেডারেশনের তরফ থেকে  অনিল কামাথ । অল্পবিস্তর পরিবর্তন করা ছাড়া  রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দেখে খুশী  এএফসি-র প্রতিনিধি দল । তারা মাঠ ভালোভাবে পরীক্ষা করার পর  ঘন্টাখানেক স্টেডিয়ামের সবকিছু  খুঁটিয়ে খঁটিয়ে পরীক্ষা করেন  । বিশেষ করে নজর দেন গোলপোষ্টের মাপ , ড্রেসিংরুম ,  ভিভিআই পি বক্স  , মিডিয়া বক্স এবং মিক্স জোনের দিকে  । সবক্ষেত্রেই বেশকিছু পরিবর্তন করার নির্দেশ দেন এএফসি-র প্রতিনিধি দল ।  শনিবারই এএফসি মোহনবাগানকে জানিয়ে দেবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে  তারা এএফসি কাপের হোম গ্রাউন্ড করতে পারবে কিনা । তবে সূত্রের খবর রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এএফসি কাপে মোহনবাগানের হোম গ্রাউন্ড হওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়া শুধু সময়ের অপেক্ষা ।

.