Marcus Stoinis | Champions Trophy 2025: মাথায় আকাশ ভেঙে পড়ল অজিদের, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকাই অবসর মহাতারকার...

Marcus Stoinis Retires: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকাই অবসর অজি মহাতারকার! মাথায় আকাশ ভেঙে পড়ল কামিন্সদের...  

Feb 06, 2025, 14:59 PM IST
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy 2025

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি।           

2/6

চ্যাম্পিয়ন্স ট্রফির কোন গ্রুপে কে?

Who Is In Which Group Of The Champions Trophy?

৮ দলীয় লড়াই হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে। মুখোমুখি আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড।     

3/6

মার্কাস স্টোইনিস ওডিআই থেকে অবসর নিলেন

Marcus Stoinis Retires From ODIs

দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগেই মাথায় আকাশ ভেঙে পড়ল অজিদের। আচমকাই ওডিআই থেকে অবসর দলের মহাতারকা মার্কাস স্টোইনিসের! দল গঠনের আগে অজিদের পরিকল্পনাই ভেস্তে দিলেন স্টার অলরাউন্ডার।  

4/6

অবসর প্রসঙ্গে যা বললেন মার্কাস স্টোইনিস

Marcus Stoinis On ODI Retirement

'অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই খেলার অসাধারণ যাত্রায় ছিলাম, এবং সবুজ ও সোনালী পরিবেশে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।' সর্বোচ্চ স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টি সবসময় হৃদয়ে লালন করব। ওডিআই অবসরের সিদ্ধান্ত সহজছিল না, তবে আমি বিশ্বাস করি যে ওডিআই থেকে সরে আসা এবংকেরিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার এটাই সঠিক সময়।'   

5/6

মার্কাস স্টোইনিসের ওডিআই কেরিয়ারের পরিসংখ্যান

Marcus Stoinis ODI Career Stats

মার্কাস স্টোইনিস ৭১টি ওডিআইতে ১৪৯৫ রান করেছেন। নিয়েছেন ১টি ৪৮টি উইকেট। একটিই সেঞ্চুরি রয়েছে তাঁর, সর্বাধিক অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলেছেন। ২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন তিনি।  

6/6

প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা খুবই কম

Pat Cummins Heavily Unlikely

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা খুবই কম, এমনটাই রিপোর্ট! এর আগে চোটের কারণে মিচেল মার্শ ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। এখন আবার স্টার অলরাউন্ডার স্টোইনিসের অবসর। বোঝাই যাচ্ছে ক্য়াঙারুবাহিনী দল গোছাতে রীতিমতো হিমশিম খাবে।