Bangladesh warns India: 'এরকম হলে দায়ী থাকবে ভারত সরকার!' চরম হুঁশিয়ারি দিয়ে দিল বাংলাদেশ...

Bangladesh warns India: আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি। কিন্তু এখন শেখ হাসিনা যদি...

Feb 06, 2025, 16:49 PM IST
1/5

ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের!

Bangladesh warns India

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দায়ী থাকবে ভারত! কড়া ভাষায় ভারতকে চরম হুঁশিয়ারি বাংলাদেশের। বুধবার শেখ হাসিনার বক্তব্য সামনে আসার পরই বাংলাদেশে নতুন করে হিংসা ছড়িয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। জ্বালিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার নিজের বাড়িও।

2/5

ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের!

Bangladesh warns India

হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফের হিংসায় বাংলাদেশ অশান্ত হওয়ার পরই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ভারতের উদ্দেশে সতর্কবার্তা দেন।

3/5

ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের!

Bangladesh warns India

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ভারত থেকে ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা ঘোষণার জেরেই ঢাকায় ফের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন ভারতের মাটিতে বসে হাসিনা যদি কোনও কর্মকাণ্ড পরিচালনা করেন, তবে এর জন্য দায়ী থাকবে ভারত!

4/5

ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের!

Bangladesh warns India

নয়াদিল্লিকে সতর্ক করে নাহিদ বলেন, "ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তার পিছনে তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বলেছি। এটা একটা কূটনৈতিক বিষয়। কিন্তু এখন শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করেন, যদি তিনি ভারতে কোনও রাজনৈতিক সভা করেন, তাহলে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে।"

5/5

ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের!

Bangladesh warns India

উল্লেখ্য, হাসিনার ভার্চুয়াল ভাষণের পরই বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন "বুলডোজার মিছিল"-এর। প্রসঙ্গত, বাংলাদেশে ছাত্রবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন হাসিনা। ভারতে এসে আশ্রয় নেন। এখনও ভারতেই আছেন হাসিনা।