Udit Narayan | Kissing Video Viral: 'অপ্রতিরোধ্য উদিত'! অনুরাগিণীকে চুমু খাওয়ার দ্বিতীয় ভিডিয়ো ভাইরাল...

Udit Narayan Controversy: ভাইরাল ভিডিয়ো কাণ্ডে ইতোমধ্য়েই সাফাই দিয়েছেন উদিত। এমনকী বন্ধু অভিজিৎ তাঁকে ‘খেলোয়াড়’ তকমা দিয়েছেন। তবে ইন্টারনেট তীব্র কটাক্ষ করে উন্মাদ, অপ্রিরোধ্য বলে দাগিয়ে দিয়েছে। এসবের মধ্যেই ফের ভাইরাল দ্বিতীয় ভিডিয়ো। 

Feb 06, 2025, 16:57 PM IST
1/6

উদিত নারায়ণের ভাইরাল ভিডিয়ো

Udit Narayan another viral video

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক চুমুতে রক্ষে নেই দোসর দ্বিতীয় ভিডিয়ো ভাইরাল। সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁট ঠাসা চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। বিস্তর জলঘোলার মাঝেই দ্বিতীয় ভিডিয়ো সামনে এল। 

2/6

উদিত নারায়ণের ভাইরাল ভিডিয়ো

একের পর এক চুম্বন ভিডিয়ো প্রকাশ্যে আসছে, সবই উদিতের গানের মঞ্চে। এ বার প্রকাশ্যে এল আরও এক ভিডিয়ো, সেখানে ফের তরুণী অনুরাগীর ঠোঁটে ঠোঁট রাখেন উদিত। 

3/6

উদিত নারায়ণের ভাইরাল ভিডিয়ো

Udit Narayan another viral video

দেখা যাচ্ছে, মঞ্চে পারফর্ম করার ফাঁকে নীচে জড়ো হওয়া তরুণী অনুরাগীণীদের দিকে এগিয়ে যাচ্ছেন গায়ক। নিজস্বী তোলার ফাঁকেই চুমু দেন উদিত। 

4/6

উদিত নারায়ণের ভাইরাল ভিডিয়ো

Udit Narayan another viral video

এরপরেই তোলপাড় নেটপাড়া। কেউ কেউ বলছেন, অপ্রতিরোধ্য উদিত। উদিত নারায়ণের উদ্দেশ্যে কেউ লিখছেন 'বিকৃতকাম' কেউ বা লিখছেন 'ইমরান হাশমির বাবা'।

5/6

উদিত নারায়ণের ভাইরাল ভিডিয়ো

Udit Narayan another viral video

প্রসঙ্গত, মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে গভীর চুম্বন করেন গায়ক। সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড় ওঠে। 

6/6

উদিত নারায়ণের ভাইরাল ভিডিয়ো

Udit Narayan another viral video

উদিত অবশ্য সাফাইয়ে বলেন, তাঁর কোনও অনুশোচনা নেই। যদিও এর আগে শ্রেয়া ঘোষাল, করিশ্মা কাপুর ও অলকা ইয়াগনিককে বিভিন্ন সময় উদিতের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে।