Sheikh Hasina | Bangabandhu Sheikh Mujibur Rahman: 'ইতিহাস এর বদলা নেবে!' অশান্তির মাঝেই গর্জে উঠলেন হাসিনা...

 ইউনূস বাহিনীর হাতে তছনছ ইতিহাস। ওই বাড়িটাই ছিল আমার ও আমার বোনের একমাত্র আঁকড়ে থাকা স্মৃতি।"

Feb 06, 2025, 17:10 PM IST

Sheikh Hasina response History takes its revenge: ইউনূস বাহিনীর হাতে তছনছ ইতিহাস। ওই বাড়িটাই ছিল আমার ও আমার বোনের একমাত্র আঁকড়ে থাকা স্মৃতি।"

 

1/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ইতিহাস ঠিক এর বদলা নেবে!' গর্জে উঠলেন হাসিনা। তাঁর বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গর্জে উঠেছেন শেখ হাসিনা।   

2/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

এই হামলার তীব্র নিন্দা করে শেখ হাসিনা জোরের সঙ্গে বলেছেন, বদলের বাংলাদেশে ইতিহাস মোছার যে চেষ্টা চলছে, তা সফল হবে না। ইতিহাস কখনও মোছা যায় না। ইতিহাস ঠিক এর বদলা নেবে।  

3/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ। মুজিব-কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায়।   

4/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

কিন্তু হাসিনা ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা ঘোষণা করতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। হামলা চালানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে। মুজিবের বাড়িতে চলে বুলডোজার।  

5/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

ভাঙা হল মুজিবের ম্যুরাল। বাড়ির ইট খুলে তাণ্ডব চালায় ইউনূসের গুন্ডাবাহিনী। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর রীতিমতো উচ্ছাস চলে। এমনকি হাসিনার বাড়িতেও আগুন দেওয়া হয়। বাঁচেনি হাসিনার সুধা ভবনও।     

6/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

ইউনূস বাহিনীর হাতে তছনছ ইতিহাস। শুধু বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলাই নয়, বাড়িতে চালানো হয় লুঠতরাজও! জানলার ফ্রেম, আলমারি, লোহালক্কড় লুঠ করে। এমনকি বইও লুঠ করে।   

7/7

"আমার ও আমার বোনের একমাত্র স্মৃতি"

Seikh Hasina History takes its revenge

বঙ্গবন্ধুর স্মৃতিটুকুও যেন বাংলাদেশের বুকে থেকে মুছে ফেলতে চায় ইউনূসের গুন্ডাবাহিনী। এদৃশ্য মানতে পারেনি হাসিনা। গর্জে উঠেছেন তিনি। তিনি বলেন, "ওই বাড়িটাই ছিল আমার ও আমার বোনের একমাত্র আঁকড়ে থাকা স্মৃতি।"