Indian deportation from US: 'হাতে হাতকড়া, পায়ে শিকল, বাক্সের মতো ছুড়ে ফেলে!' ভারতীয় অভিবাসীদের ভয়াবহ অভিজ্ঞতা...

Indian immigrants sent back from US: PIB প্রথমে ছবিটি ভুয়ো বলে জানালেও, ফেরত আসা এক অভিবাসীর বয়ানে উঠে আসে চরম 'হেনস্থা ও অপমান'-এর কথা।     

Feb 06, 2025, 16:39 PM IST
1/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে হাতকড়া পরানো! পায়ে শিকল বাঁধা! হাতকড়া-শিকল দিয়ে বাঁধা অবস্থাতেই বাক্সের মতো ছুড়ে দেওয়া হয় প্লেনের ভিতর! আমেরিকা থেকে ফেরত আসা ভারতীয় অভিবাসীরা এমনই ভয়াবহ দুঃস্বপ্নের কথা তুলে ধরেছেন।  

2/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

আর তাতেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে। ট্রাম্প প্রশাসন পায়ে শিকল বেঁধে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে! এরকম একটি ছবি সামনে আসার পরই বিতর্ক মাথাচাড়া দেয়।  

3/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

যদিও প্রথমে PIB জানায় যে, সেই ছবিটি ভুয়ো। সেটি সত্যি ছবি নয়। কিন্তু তারপরই মার্কিন মুলুক থেকে ফেরত আসা এক অভিবাসীর বয়ানেই উঠে আসে চরম 'হেনস্থা ও অপমান'-এর কথা।   

4/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

তিনি জানান, পায়ে শিকল বাঁধা আর হাতে হাতকড়া পরানো। সেই অবস্থায় ট্রাম্প প্রশাসন আমেরিকা থেকে তাঁদের ফেরত পাঠিয়েছে। ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে, মার্কিন মুলুকে ‘অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়’ হিসেবে দেগে দেওয়া ওই ব্যক্তি অভিযোগ করেছেন, দীর্ঘ বিমানযাত্রার পুরো সময়টা তাঁদের ওরকমভাবেই থাকতে হয়েছিল।   

5/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

এই নিয়ে যখন বিতর্ক মাথাচাড়া দিয়েছে, দেশজুড়ে শোরগোল পড়ে গিয়ে, তখন আজ রাজ্যসভায় বিবৃতি দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, যে অভিবাসীদের ভারতে ফেরানো হচ্ছে, তাঁদের সঙ্গে যাতে কোনওভাবে কোনওরকম দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করার জন্য আমেরিকা সরকারের সঙ্গে কথা বলা হবে।  

6/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

প্রসঙ্গত, বুধবার সকালে ২০৫ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে টেক্সাসের সান অ্যানটোনিও থেকে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান C-17।   

7/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

সস্তার এয়ারলাইনস ছেড়ে দামী C-17 সামরিক বিমানে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! তার কারণ একটাই, যাতে বিশ্ববাসীর নজর কাড়ে!এই C-17 যথেষ্ট দামী।   

8/8

ভারতীয়দের 'হেনস্থা-অপমান'! বিদেশমন্ত্রী জয়শংকর বললেন...

Indian deportation from US

আর সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো অস্বাভাবিকও বটে! সচরাচর মার্কিন মুলুকে এমনটা দেখা যায়নি। পাশাপাশি, সামরিক বিমানের ক্ষেত্রে প্রতি অভিবাসী পিছু খরচ অনেক বেশি, অসামরিক বিমানের থেকে ৫ গুণ বেশি।