IPL 2025 Fixture: ২২ মার্চ ইডেনে শুরু IPL, হাইভোল্টেজ ওপেনিংয়ে KKR vs RCB ডুয়েল! রইল নাইটদের সূচি

IPL 2025 Fixture: এবার জোরদারভাবে জানিয়ে দেওয়া হল কবে কোথায় কোন দলের রয়েছে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। একঝলকে দেখেনিন কোন দলের ম্যাচ রয়েছে কবে।

Feb 16, 2025, 19:40 PM IST
1/9

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই বেজে ছিল আইপিএল ২০২৫-এর দামামা। এবার জোরদারভাবে জানিয়ে দেওয়া হল কবে কোথায় কোন দলের রয়েছে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে বলেই খবর। এবার প্রকাশ পেল পূর্ণাঙ্গ সময়সূচি। একঝলকে দেখেনিন কোন দলের ম্যাচ রয়েছে কবে।

2/9

মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রীড়াসূচি

মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রীড়াসূচি। ২৩ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি চেন্নাই সুপার কিংস। 

3/9

চেন্নাই সুপার কিংস-এর ক্রীড়াসূচি

চেন্নাই সুপার কিংস-এর ক্রীড়াসূচি। ২৩ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স। 

4/9

আরসিবির ক্রীড়াসূচি

আরসিবির ক্রীড়াসূচি। ২২ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি কেকেআর।

5/9

পঞ্জাব কিংসের ক্রীড়াসূচি

পঞ্জাব কিংসের ক্রীড়াসূচি। ২৫ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি গুজরাট জায়েন্টস।

6/9

রাজস্থান রয়ালসয়ের ক্রীড়াসূচি

রাজস্থান রয়ালসয়ের ক্রীড়াসূচি। ২৩ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি হায়দ্রাবাদ।

7/9

হায়দ্রাবাদের ক্রীড়াসূচি

হায়দ্রাবাদের ক্রীড়াসূচি। ২৩ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি রাজস্থান রয়ালসয়।

8/9

দিল্লি ক্যাপিটালসের ক্রীড়াসূচি

দিল্লি ক্যাপিটালসের ক্রীড়াসূচি। ২৪ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস। 

9/9

কেকেআর-এর ক্রীড়াসূচি

কেকেআর-এর ক্রীড়াসূচি। ২২ মার্চ প্রথম ম্যাচ মুখোমুখি আরসিবি।