Mohan Bhagwat: দেশকে শক্তিশালী করতে কী করবে হবে, বর্ধমানে হিন্দু সমাজকে দিশা দেখালেন ভাগবত
Feb 16, 2025, 18:32 PM IST
1/5
বর্ধমানে ভাগবত
বর্ধমানের সভা থেকে দেশের হিন্দু সমাজকে ঐক্যের বার্তা দিলেন আরএএস প্রধান মোহন ভাগবত। রবিবার বর্ধমানের তালিত সাই কমপ্লেক্স মাঠে এক সভায় বক্তব্য রাখছিলেন ভাগবত। -তথ্য-অরূপ লাহা
2/5
একতাই ভারত
ওই সভায় ভাগবত বলেন, ভারত বর্ষ প্রাচীন দেশ। বিবিধতার মধ্যে একতা ভারতের বৈশিষ্ট্য। একতাই দেশের বৈশিষ্ট। -তথ্য-অরূপ লাহা
photos
TRENDING NOW
3/5
বৈচিত্রের মধ্যে ঐক্য
ভাগবত আরও বলেন, হিন্দু সমাজ এবং ভারতবর্ষ এক রূপ। হিন্দু সমাজ ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য। সারাদেশে বিবিধতাকে এক সূত্রের মধ্যে নিয়ে চলার চেষ্টা চালাচ্ছে হিন্দু সমাজ। দেশকে শক্তিশালী করতে হিন্দু সমাজকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। -তথ্য-অরূপ লাহা
4/5
ভোগ নয়
ভাগবত বলেন, প্রাচীন কাল থেকেই ভারত সেরা দেশ। বার বার দেশে বিদেশি আক্রমণ হয়েছে। দেশের ভাগ্য পরিবর্তনের জন্য সমাজকে তৈরি হতে হবে। নানান সমস্যা আছে। সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। একতা বজায় রাখতে দেশ মাতার জন্য কাজ করতে হবে। ভোগ নয়, এর জন্য প্রয়োজন সংযমের। -তথ্য-অরূপ লাহা
5/5
শতবর্ষে আরএসএস
শতবর্ষ পূর্ণ করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। এনিয়ে ভাগবত বলেন, সমাজের স্থিতি বজায় রাখতে সঙ্ঘ কাজ করে চলছে। দেশের উন্নতিতে সঙ্ঘের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। -তথ্য-অরূপ লাহা