Grey Hair Treatment: সাবধান! এই ভিটামিন কম থাকলেই পাকবে চুল!

Grey Hair Treatment: অনেকেই চুলের রঙ ধরে রাখতে কৃত্রিম রং ব্যবহার করেন, কিন্তু এটি কোনো সমাধান নয়। বরং শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করলেই চুলের স্বাভাবিক রঙ ধরে রাখা সম্ভব। এজন্য প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার থাকা জরুরি। বিশেষ করে দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, সবুজ শাকসবজি ও ফল খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

| Feb 19, 2025, 20:53 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজকাল অনেকেরই কম বয়সে চুল পেকে যাচ্ছে। কেউ কেউ এটাকে সাধারণ ব্যাপার বলে এড়িয়ে যান, কিন্তু এটি শরীরের পুষ্টির ঘাটতির কারণে হতে পারে।   

2/6

বিশেষজ্ঞদের মতে, শরীরে ভিটামিনের অভাব থাকলে অল্প বয়সেই চুল ধূসর হতে শুরু করে। ভিটামিন বি১২, ভিটামিন সি, ভিটামিন ডি ও জিংকের ঘাটতি থাকলে চুলের স্বাভাবিক রঙ ধরে রাখা কঠিন হয়ে যায়। এছাড়া জিনগত কারণ, থাইরয়েডের সমস্যা, অটোইমিউন রোগ, অকাল মেনোপজ এবং ধূমপানের মতো বিষয়গুলিও কম বয়সে চুল পাকার জন্য দায়ী হতে পারে।  

3/6

অনেকেই চুল কালো রাখতে রঙ ব্যবহার করেন, কিন্তু এটি কোনও স্থায়ী সমাধান তো নয়। বরং শরীরের ভেতর থেকে পুষ্টির অভাব দূর করতে পারলে চুলের স্বাভাবিক রঙ ধরে রাখা সম্ভব।   

4/6

সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে, বিশেষ করে এমন খাবার খেতে হবে যেগুলো চুলের স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিনের ডায়েটে দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, সবুজ শাকসবজি ও ফল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।  

5/6

চুল শুধু আমাদের সৌন্দর্যের অংশ নয়, এটি শরীরের ভেতরের সুস্থতারও প্রতিফলন। তাই অকালে চুল সাদা হয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়, বরং এটি শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনো সমস্যার লক্ষণ।  

6/6

ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে চুল দ্রুত সাদা হতে পারে। তাই প্রতিদিন কিছু সময় রোদে থাকা উচিত। এছাড়া পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, ধূমপান থেকে দূরে থাকা এবং নিয়মিত ব্যায়াম করাও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চুলের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন শরীরের ভেতর থেকে যত্ন নেওয়া উচিত। তাই এখন থেকেই সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন, যাতে আপনার চুল দীর্ঘদিন কালো ও স্বাস্থ্য ভালো থাকে।