Bird Flu scare: শয়ে শয়ে মরছে বাংলায়! দাম কম বলেই চিকেন চিকেন করবেন না...

Chicken: আগামী তিন মাস  ভিন রাজ্য থেকে ডিম ও মুরগি আমদানির ক্ষেত্রে রাশ টেনেছে রাজ্য সরকার। তবে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে...

Feb 19, 2025, 19:09 PM IST
1/5

বার্ড ফ্লু

Chicken price | Bird Flu

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্ড ফ্লু আতঙ্ক ইতোমধ্যেই ছাপ ফেলেছে চিকেনের দামে। অন্ধ্র্রপ্রদেশে ছড়িয়েছে ব্লার্ড ফ্লু আতঙ্ক। ফলে ভিন রাজ্য থেকে ডিম ও মুরগি আমদানির ক্ষেত্রে আগামী তিন মাস রাশ টেনেছে রাজ্য সরকার।

2/5

বার্ড ফ্লু

Chicken price | Bird Flu

তবে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও শহরে কোনও বার্ড ফ্লু সংমণের খবর পাওয়া যায়নি। তাই আতঙ্কের কোন কারণ নেই। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, 'ব্লার্ড ফ্লু নিয়ে শহরের ১৪৪ ওয়ার্ডেই নজরদারি চলছে। ডিম এবং মুরগি রফতানির ওপর এখন কোন প্রভাব পড়েনি।'

3/5

বার্ড ফ্লু

Chicken price | Bird Flu

এদিকে H5N1 ভাইরাস অর্থাত্‍ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যা করোনার থেকেও বেশি বিপজ্জনক বলে বিবেচিত হয়, তা অনেক দেশেই দ্রুত ছড়াচ্ছে। আমেরিকার অনেক শহরে গরু এবং দুধের মাধ্যমে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে।

4/5

বার্ড ফ্লু

Chicken price | Bird Flu

তবে বার্ড ফ্লু ছড়িয়েছে আমেরিকায়। ২০০৯ -এর পরে এমন মারাত্মক ফ্লু ভাইরাস দেখা যায়নি। প্রায় ১৬০০০ মানুষ মারা গিয়েছে। 

5/5

বার্ড ফ্লু

Chicken price | Bird Flu

চলতি মাসের শুরুতে H5N1 ভাইরাস নিয়ে ভারতকেও সতর্ক করা হয়েছিল। H5N1 ভাইরাস বার্ড ফ্লু নামেও পরিচিত।