Delhi CM Rekha Gupta: কে এই রেখা গুপ্তা? চিনে নিন দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে...

Delhi CM: আপ সরকারের পতনের পর আজ মনোনীত হল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। কে এই রেখা গুপ্তা।

Feb 19, 2025, 22:21 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ বছর পর ফের রাজধানীর কুর্সি দখল করল বিজেপি। প্রায় এক যুগের অরবিন্দ কেজরিওয়ালের রাজত্বকে হারিয়ে বিজেপি আবার শাসক। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচিত হল নতুন মুখ্যমন্ত্রী। 

2/6

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হলেন রেখা গুপ্তা। 

3/6

এবারের বিধানসভা ভোটে  শালিমার বাগ এলাকায় দাঁড়িয়েছিলেন রেখা গুপ্তা। তিনি শালিমার বাগ কেন্দ্রে তিন বারের আপ বিধায়ক বন্দনা কুমারীকে সাড়ে ২৯ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন।

4/6

১৯৭৪ সালে রেখা গুপ্তার জন্ম। হরিয়ানার জুলানার বাসিন্দা তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে তার সূচনা করেন রেখা গুপ্তা। তিনি তিনবারের কাউন্সিলর এবং দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের (SDMC) প্রাক্তন মেয়র।

5/6

২০২২ সালে বিজেপির হয়ে তিনি AAP-এর শেলি ওবেরয়ের বিরুদ্ধে MCD মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর পাশাপাশি রেখা গুপ্তা বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহ-সভাপতি। তিনি পূর্বে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

6/6

দৌলত রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬-৯৭ সেশনে DUSU-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি প্রথম উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর নির্বাচিত হন।