দেশের সবথেকে সফল অ্যাথলিট হিমা দাস! পরিসংখ্যান বলছে তেমনই
Sep 01, 2018, 19:41 PM IST
1/8
১
মোট ৪৫টা দেশ এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। যার মধ্যে অনেক দেশই কোনও পদক পায়নি।
2/8
২
ধরে নিন হিমা দাস একটা দেশের নাম। তা হলে হিমা দাস কিন্তু এশিয়ান গেমসে অংশ নেওয়া ৪৫টা দেশের মধ্যে পদক জয়ের বিচারে ২৭ নম্বর স্থানে থাকতেন। ইরাক একটা সোনা ও দুটো রূপো জিতেছে। এদিকে, হিমা একাই একটা সোনা ও দুটো রূপো জিতেছেন।