দেশের সবথেকে সফল অ্যাথলিট হিমা দাস! পরিসংখ্যান বলছে তেমনই

Sep 01, 2018, 19:41 PM IST
1/8

১

মোট ৪৫টা দেশ এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। যার মধ্যে অনেক দেশই কোনও পদক পায়নি।

2/8

২

ধরে নিন হিমা দাস একটা দেশের নাম। তা হলে হিমা দাস কিন্তু এশিয়ান গেমসে অংশ নেওয়া ৪৫টা দেশের মধ্যে পদক জয়ের বিচারে ২৭ নম্বর স্থানে থাকতেন। ইরাক একটা সোনা ও দুটো রূপো জিতেছে। এদিকে, হিমা একাই একটা সোনা ও দুটো রূপো জিতেছেন।

3/8

৩

জাকার্তায় এশিয়ান গেমসে মহিলাদের ৪০০x৪ মিটার রিলেতে দেশকে সোনা জিতিয়েছেন হিমা দাস। 

4/8

৪

মিক্সড ৪০০x৪ মিটার রিলেতে রূপো জিতেছিলেন আসামের ঢিং গ্রামের এই মেয়ে।

5/8

৫

এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে ৫০.৫৯ সেকেন্ড সময় করে রূপো জিতেছিলেন হিমা। 

6/8

৬

এর আগে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন হিমা দাস।

7/8

৭

একটা সোনা ও দুটো রূপো জিতেছেন আসামের হিমা দাস। 

8/8

৮

আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলো এশিয়ান গেমস থেকে কোনও পদক জেতেনি। সেখানে হিমার একার পকেটেই তিনটি পদক।