Baba Vanga Predictions: 'বাবা' মানে 'মা'? ২০২৫-য়ে ভয়ংকর কীসের সূচনা? পৃথিবী ধ্বংসের দিন-তারিখ মিলিয়ে দিয়েছেন বাবা ভাঙ্গা...
Know What Baba means in Baba Vanga: ফরাসি ভবিষ্যদ্বক্তা নসট্রাদামুসের মতোই বিখ্যাত 'বুলগেরিয়ার নসট্রাদামুস' বাবা ভাঙ্গা। ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী প্রায় অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে! আর ২০২৫ সাল তো সবে পড়েছে। এরই মধ্যে এই বছরটি নিয়ে বাবা ভাঙ্গার করা বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলতে শুরু করে দিয়েছে! আশ্চর্য!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনারা কি জানেন, বাবা ভাঙ্গা একজন মহিলা? অনেকেই হয়তো এটা জানেন না! বাবা ভাঙ্গা অন্ধ বলেই আমরা জানি। আচ্ছা, উনি কি জন্ম থেকেই অন্ধ? না, বাবা ভাঙ্গা মাত্র ১২ বছর বয়সে অন্ধ হয়ে যান! তারপর সারাটা জীবন তিনি অন্ধত্বকে বহন করেই বেঁচেছেন। তিনি তাঁর প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্য়াত ও বহুলপরিচিত। যখন যা ঘটবে বলে গিয়েছেন, মোটামুটি তেমনই ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, মহামারি-- প্রায় সব কথাই মিলে গিয়েছে। এমনকি, এই হালে, ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীও প্রায় অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে! শুধু কি তাই? ২০২৫ সাল তো সবে পড়েছে। এরই মধ্যে বাবা ভাঙ্গার বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলতে শুরু করে দিয়েছে! আশ্চর্য!