Terrible Bus Accident: ট্রাকের সঙ্গে ভয়ংকর সংঘর্ষ! মুহূর্তে জ্বলে গেল বাস, ঝলসে মৃত কমপক্ষে ৪১...

Mexico: ট্রাক ও বাসের ভয়ংকর সংঘর্ষ। দুর্ঘটনায় নিমেষে বাসে আগুন ধরে যায়। ৪৮ যাত্রীর মধ্যে চালক-সহ ৪১ জন মারা যান।

Feb 09, 2025, 12:39 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর পথদুর্ঘটনা দক্ষিণ মেক্সিকোতে। দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

2/6

গত শনিবার ভোরে মেক্সিকোর এসকারসেগার কাছে সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

3/6

বাস অপারেটর ট্যুরের আকোস্টা জানিয়েছেন, কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বাসটি। এতে ৪৮ জন যাত্রী ছিলেন। রাস্তায়  ট্রাকের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে লিপ্ত হয়। বাসে আগুন লেগে যায়।  

4/6

তীব্র আগুন ঝলসে ৩৮ জন যাত্রী এবং দুইজন চালকের মৃত্যু হয়েছে। ট্রাকের চালকও মারা যায় বলে জানা গিয়েছে।

5/6

ফেসবুক পোস্টে বাস অপারেটর সংস্থা লেখেন, 'যা ঘটেছে তার জন্য গভীরভাবে দুঃখিত। ঘটনার মূল কারণ খোঁজার তদন্ত চলছে। এবং বাসটি গতি সীমার মধ্যে চলছিল।' 

6/6

তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে যে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিহতদের শনাক্ত করার কাজও চলছে।