Kalyan Ghosh: মাধ্যমিকের আগে মাইক বাজিয়ে চলছে রক্তদান শিবির! ক্ষেপে গিয়ে বিধায়ক কল্যাণ যা করলেন...

TMC MLA Kalyan Ghosh: মাধ্যমিক পরীক্ষার আগে মাইক লাগিয়ে চলছে রক্তদান শিবির। রেগে গিয়ে মঞ্চেই ওঠেননি বিধায়ক কল্যাণ ঘোষ। উদ্যোক্তাদের কার্যত ধমক দিয়ে বলেন মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন। 

Feb 09, 2025, 15:33 PM IST
1/6

দেবব্রত ঘোষ: ১০ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আর ঠিক তার আগের দিন মাইক বাজিয়ে চলছিল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির। মাইক বাজানো দেখে ক্ষেপে লাল বিধায়ক কল্যাণ ঘোষ। দলীয় কর্মীদের ধমক দিয়ে মাইক খুলিয়ে দিলেন তিনি।

2/6

সাপুইপাড়া বসুকাঠি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এখানে কুমিল্লা পড়া পল্লীমঙ্গল সমিতির মাঠে সকাল থেকে মাইক বাজিয়ে শুরু হয় অনুষ্ঠান। এলাকায় লাগানো হয়েছিল অনেক মাইক। 

3/6

অনুষ্ঠানে উপস্থিত হন ডোমজুরের বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। মাধ্যমিক পরীক্ষা রয়েছে অথচ অনুষ্ঠানে মাইক বাজানো হচ্ছে এটা দেখে মঞ্চেই ওঠেননি তিনি। 

4/6

উদ্যোক্তাদের কার্যত ধমক দিয়ে বলেন মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন। দলীয় কর্মীদের কাছে জানতে চান মিটিং এ মাইক বাজানো যাবে না বলে সিদ্ধান্ত হয়।

5/6

কিন্তু তারপরেও কেন মাইক বাজানো হবে। এরপর তিনি দাঁড়িয়ে থেকে সমস্ত মাইক খুলিয়ে দেন। উদ্যোক্তারাও ভুল করার জন্য ক্ষমা চেয়ে নেন।

6/6

কল্যাণ ঘোষ জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, পরীক্ষার সময় মাইক বাজানো যাবেনা। সেই নির্দেশকে তিনি কার্যকরী করেছেন। ছাত্র ছাত্রীদের এই সময় পড়াশোনার যাতে কোনও ব্যাঘাত না ঘটে তা লক্ষ্য রাখা হবে।