৬৯ পদক! ভারতের কাছে এটাই সেরা এশিয়ান গেমস

Sep 01, 2018, 19:07 PM IST
1/7

১

এবার ভারতীয় বক্সারদের মধ্যে একমাত্র অমিত পঙ্ঘালই ফাইনালে উঠতে পেরেছিলেন। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি।

2/7

২

দেশের সর্বকালের বক্সারদের মধ্যে অষ্টম হয়ে এশিয়ান গেমসে সোনা জিতলেন অমিত পঙ্ঘাল। 

3/7

৩

এশিয়ান গেমসে এই প্রথমবার অন্তর্ভুক্ত হল ব্রিজ। তাতে দেশকে ঐতিহাসিক সোনা জেতালেন দুই বাঙালি।

4/7

৪

ফাইনালে ৩৮৪ পয়েন্ট করে ব্রিজ ইভেন্টে সোনা জিতলেন বাংলার প্রণব বর্ধন ও শিবনাথ সরকার। 

5/7

৫

ভারতের মহিলা স্কোয়াশ দল হারল হং কংয়ের কাছে। দীপিকা পাল্লিকেল, তানভি খান্না, জ্যোত্স্না চিনাপ্পা, সুনয়না কুরুভিল্লারা টিম ইভেন্টে রূপো জিতলেন। 

6/7

৬

২০২০ ওলিম্পিকে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হল ভারতীয় হকি দলে। খেলতে হবে কোয়ালিফায়ার।

7/7

৭

তৃতীয় প্লে-অফে পাকিস্তানকে হারাল ভারত। সোনা জয় হাতছাড়া হল বটে! তবে শেষলগ্নে পাক-বধ অবশ্যই সোনা হাতছাড়ার জ্বালায় প্রলেপ দেবে।