Income Tax Bill: সংসদে পেশ হচ্ছে নয়া আয়কর বিল, বদলে যাচ্ছে ট্যাক্সের নিয়মের খোলনলচে! কবে লাগু?
Feb 13, 2025, 13:09 PM IST
1/5
নয়া আয়কর বিল
সংসদে আজ পেশ হচ্ছে নয়া আয়কর বিল। নতুন এই বিল পাস হয়ে গেলে ১৯৬১ সলের আয়কর আইনের বদল নয়া এই আইন লাগু হয়ে যাবে। মনে করা হচ্ছে বিলটি পাস হয়ে গেলে আগামী ১ এপ্রিল থেকে এটি লাগু হবে।
2/5
ট্যাক্সের হার
সূত্রের খবর, নতুন এই বিল পাস হয়ে গেলে নতুন কোনও ট্যাক্স লাগু হবে না, ট্যাক্সের হারেরও কোনও বদল হবে না।
photos
TRENDING NOW
3/5
কেন এই আইন
তাহলে কেন নতুন এই ট্যাক্স আইন? সরকারের উদ্দেশ্য হল ট্যাক্স আইন আরও সহজ করা, বিভিন্ন ধরনের সমস্যা দূর করা। বিশেষজ্ঞরা বলছেন ট্যাক্স আইনের ভাষা সরল করা একটি উদ্দেশ্য। ট্যাক্সের চাপ বাড়বে না।
4/5
ট্যাক্স আইন
বর্তমান ট্যাক্স আইনে ৫২টি চ্যাপ্টারে রয়েছে ১৬৪৭ পাতা। নতুন ট্যাক্স আইনে থাকবে ২৩টি চ্যাপ্টার ও ৬২২ পাতা।
5/5
অর্থবর্ষ বদল
নয়া ট্যাক্স আইনের গুরুত্বপূর্ণ বিষয় হল ট্যাক্স ইয়ার-এর বদল। বর্তমানে অর্থবর্ষ হল এপ্রিল থেকে মার্চ। এখানে কিছু বদল হতে পারে।