Free Drinks | Hangover Leave: চাকরি নিলেই মিলবে মদ, হ্যাংওভার থাকলে ছুটিও! নেবেন নাকি?

Viral News | Japanese Company: CEO নিজেই কর্মীদের সঙ্গে অ্যালকোহল ও হ্যাপি টোস্ট ভাগ করে নিতে চাইছেন। যদি দুই বা তার বেশি ড্রিঙ্কস নিয়ে থাকেন। আপনি সেক্ষেত্রে ২-৩ ঘণ্টা বেশি ঘুমোতে পারবেন। 

Feb 13, 2025, 12:59 PM IST
1/6

'ফ্রি' অ্যালকোহল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানের একটি কোম্পানি কর্মীদের দিচ্ছে 'ফ্রি' অ্যালকোহল। শুধু তাই না পাশাপাশি 'হ্যাংওভার লিভস'।

2/6

জাপানের ওসাকার

কিন্তু প্রশ্ন এখানেই। এমনও হয়? জাপানের ওসাকার একটি ছোট টেক সংস্থা ট্রাস্ট রিং-এমনই কিছু  পন্থা অবলম্বন করেছেন কর্তৃপক্ষরা। 

3/6

বাড়তি সুবিধা

সচারচর বেশিরভাগ কোম্পানি বাড়তি সুবিধা হিসাবে অতিরিক্ত বেতন দিয়ে থাকে, অথবা অন্যান্য পার্কস ও বেনিফিট দিয়ে থাকে। কিন্তু সেখানেই দাঁড়িয়ে জাপানের এই টেক কোম্পানি একদম ভিন্য ধরণের সুবিধা দিতে চলেছে। 

4/6

অ্যালকোহল ও হ্যাপি টোস্ট

মূলত জানা গিয়েছে, CEO নিজেই কর্মীদের সঙ্গে অ্যালকোহল ও হ্যাপি টোস্ট ভাগ করে নিতে চাইছেন। যদি দুই বা তার বেশি ড্রিঙ্কস নিয়ে থাকেন। তাহলে সে 'হ্যাংওভার লিভস' নিতে পারবে। ফলে তিনি কাজেও দেড়িতে আসতে পারবেন কাউকে কোনরকমের জবাবদিহি করতে হবে না। 

5/6

হ্যাংওভার লিভ

একটি সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, এই সংস্থার কর্মী জানিয়েছেন, 'যেহেতু আমি এই হ্যাংওভার লিভ' সিস্টেমের সুবিধে নিয়েছি, আমি তাই ১২টার সময়েও কাজে যেতে পারি। আপনি সেক্ষেত্রে ২-৩ ঘণ্টা বেশি ঘুমোতে পারবেন। আর তারপরে পরিস্কার মন নিয়ে কাজে যোগ দিতে পারবেন আপনি। আমার মনে হয় এতে আমার কর্মদক্ষতা দ্বিগুণ বেড়ে যাবে'।

6/6

নতুন সুবিধা

CEO জানিয়েছেন, তিনি এই নতুন সুবিধা চালু করেছেন কারণ, নতুন হায়ারিং করতে পারছিলেন তিনি। নতুন ট্যালেন্ট আর কর্মীদের ওয়ার্ক কালচার আরও ভালো করার জন্য এই পদক্ষেপ।