RCB New Captain IPL 2025: বেঙ্গালুরুতে ফিরলেন না নেতা বিরাট! সিংহাসনে ১১ কোটির ভারতীয়, ঝুলিতে প্রায় ৯৫০০ রান
RCB New Captain IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেছে নিল নতুন অধিনায়ক...
1/6
আরসিবি ২০২৫ সালে যাঁদের রেখে দিয়েছে
![আরসিবি ২০২৫ সালে যাঁদের রেখে দিয়েছে RCB Retention IPL 2025](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521153-kohli.jpg)
2/6
চর্চায় আরসিবি-র নতুন অধিনায়ক
![চর্চায় আরসিবি-র নতুন অধিনায়ক RCB New Captain IPL 2025](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521152-1111.jpg)
রিটেনশনে তিনজনকে ধরে রেখেছিল আরসিবি। সর্বাধিক ২১ কোটি টাকা দিয়ে তারা রেখে দেয় আইকন কোহলিকে। ১১ কোটি টাকা টাকায় রাখা হয় রজত পতিদারকে। ৫ কোটি টাকায় যশ দয়ালকেও রেখে দেয় আরসিবি। জস হেজ়লউড (১২ কোটি ৫০ লক্ষ টাকা), ফিল সল্ট (১১ কোটি ৫০ লক্ষ টাকা), জীতেশ শর্মা (১১ কোটি টাকা) এবং ভুবনেশ্বর কুমারের (১০ কোটি ৭৫ লক্ষ টাকা) মতো ক্রিকেটারদের দলে নেয় আরসিবি। দল দেখে মনে হয়েছিল যে কোহলিই হবেন অধিনায়ক।
photos
TRENDING NOW
3/6
রয়্যাল সিংহাসনে রজত!
![রয়্যাল সিংহাসনে রজত! RCB Appoints Rajat Patidar As New Captain For IPL 2025](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521151-1.jpg)
ফ্যাফ ডুপ্লেসির জুতোয় পা গলাচ্ছেন রজত পতিদার। মধ্যপ্রদেশ ৩১ বছর টপ অর্ডার ব্যাটারের আরসিবি-র সঙ্গে পথচলা শুরু চারবছর আগে। রজতকে ২০২১ সালে আরসিবি সই করিয়েছিল। কিন্তু সেই মরসুমে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন। এরপর ছেড়ে দেওয়া হয় রজতকে। ২০২২ সালে রজতকে বদলি খেলোয়াড় হিসেবে আরসিবি-তে নেওয়া হয়। সেই মরসুমে রজত তৃতীয় সর্বাধিক রানশিকারি হিসেবে মরসুম শেষ করেছিলেন। যার মধ্যে এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর ৫৪ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস রয়েছে। গোড়ালির আঘাতের কারণে রজত আইপিএল ২০২৩ খেলতে পারেননি যদিও। যদিও ২০২৪ সালে তিনি ছিলেন দারুণ ফর্মে। ১৫ ম্যাচে ৩৯৫ রান করেছিলেন। ভারতের হয়ে তিনটি টেস্ট ও একটি ওডিআই খেলা রজত, ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে প্রায় ৯৫০০ রান করেছেন।
4/6
অতীতে যাঁরা আরসিবি-র নেতৃত্ব দিয়েছেন
![অতীতে যাঁরা আরসিবি-র নেতৃত্ব দিয়েছেন Past Captains of RCB](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521150-9.jpg)
২০০৮ সালে আইপিএলে অভিষেকে আরসিবি-র নেতা হয়েছিলেন রাহুল দ্রাবিড়। পরের বছরই কেভিন পিটারসেন দায়িত্ব পান। মাত্র ছ'ম্যাচ দলকে নেতৃত্ব দেওয়ার পরেই ইংরেজ তারকা অপসারিত হন। এরপর ২০১০ পর্যন্ত অনিল কুম্বলে নেতৃত্ব দেন। ২০১১-১২ মরসুমে ড্যানিয়েল ভেট্টোরি ২৮ ম্যাচে নেতৃত্ব দেন। বিরাটই এরপর দায়িত্ব পান। ২০১১-২০২৩ পর্যন্ত নেতৃত্বে ছিলেন তিনি। ১২ বছরের অধিনায়কত্বে দলকে ফাইনালে তুললেও ট্রফি জেতাতে পারেননি। ২০২২-২৪ পর্যন্ত ৪২ ম্যাচে বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডুপ্লেসি। অষ্টম অধিনায়ক হিসেবে আরসিবি-তে শুরু হল রজতের যুগ।
5/6
রজত পতিদারকে বিরাটের বিশেষ বার্তা
![রজত পতিদারকে বিরাটের বিশেষ বার্তা Virat Kohli Message For Rajat Patidar](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521149-3.jpg)
'প্রথমেই আমি তোমাকে অভিনন্দন জানাতে চাই, তোমার জন্য শুভকামনা। ফ্র্যাঞ্চাইজিতে যেভাবে তোমার উন্নতি দেখেছি এবং যেভাবে তুমি পারফর্ম করেছ, তাতে তুমি সত্যিই সারা দেশ জুড়ে আরসিবির সকল ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছ। তারা তোমার খেলা দেখে রোমাঞ্চিত হয়। তাই অধিনায়কত্ব তোমারই প্রাপ্য। আমি এবং দলের অন্যান্য সদস্যরা তোমার পাশে থাকব এবং আমাদের সকলের সমর্থন তোমার জন্য থাকবে।'
6/6
আইপিএল ২০২৫-এ যাঁরা খেলবেন আরসিবি-র হয়ে
![আইপিএল ২০২৫-এ যাঁরা খেলবেন আরসিবি-র হয়ে RCB Final Squad for IPL 2025](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521148-7.png)
বিরাট কোহলি, রজত পতিদার, যশ দয়াল, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, জীতেশ শর্মা, জস হেজ়লউড, রশিখ সালাম দার, সুয়শ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুশারা, মনোজ ভান্ডাগে, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, লুঙ্গি এনগিডি, স্বস্তিক চিক্কারা, অভিনন্দন সিং ও মোহিত রাঠি।
photos