Baba Vanga's Predictions 2025: টাকার বর্ষা হবে! বাবা ভাঙ্গার 'আশীর্বাদে' ২০২৫-এ এই ৫ রাশি হয়ে উঠবে ধনকুবের...

Feb 13, 2025, 15:03 PM IST
1/6

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Baba Vanga's Predictions 2025

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই 'অন্ধ' কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টার নামের সঙ্গে অনেকেই ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছেন! ২০২৫ সাল নিয়ে তিনি বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। যেমন তিনি বলেছেন, এই ২০২৫-এই অ্যালিয়েন অর্থাৎ ভিনগ্রহের বাসিন্দাদের সঙ্গে মানুষের যোগাযোগ হবে। এখন তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৫-এ ৫ রাশির জাতকরা 'টাকার পাহাড়ে' চড়ে বসবেন!  

2/6

মেষ

Aries

পরিবর্তনের বছর। মাইলস্টোন অ্যাচিভমেন্টের বছর। ধৈর্য ও কঠোর পরিশ্রম তার দাম পাবে। হয় কর্মক্ষেত্রে উন্নতি হবে, নয়তো হাতে প্রচুর নগদ আসবে।  

3/6

কুম্ভ

Aquarius

শনির প্রভাবে সুযোগ আসবে। শিল্পকলা ও প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। নতুন নতুন ভাবনা প্রশংসিত হবে।  

4/6

বৃষ

Taurus

বিনিয়োগে আর্থিক স্থিরতা। কোম্পানি বাড়বে। কেরিয়ারে প্রমোশন মিলবে। কঠোর পরিশ্রমের দাম পাবেন। সঞ্চিত টাকা থেকেও লাভবান হবেন।   

5/6

কর্কট

Cancer

অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এই রাশির জাতকরা। শুধু সঠিক সময়ে বুদ্ধি করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।   

6/6

সিংহ

Leo

সিংহ রাশির জাতকরা স্বভাবসিদ্ধ নেতা। ব্যক্তিত্বের ক্যারিশমায় জ্বলে উঠবেন তাঁরা। বিনিয়োগ থেকে আসবে টাকা। ব্যবসায় পার্টনারশিপে মিলবে সাফল্য।