Aindrila Sharma Mother: ভয়ংকর রূপে ফিরেছে মারণ রোগ! ক্যানসারে ‘খুব কষ্ট পাচ্ছেন’ ঐন্দ্রিলার মা...

Shikha Sharma diagnosed cancer: সেরে উঠেছিলেন প্রায়। তবে ফের শরীরে থাবা বসিয়েছে ক্যানসার। মারাত্মক পেটে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি হন শিখা দেবী। পরে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই ঐন্দ্রিলার পরিবার জানতে পারেন...

Feb 06, 2025, 13:56 PM IST
1/6

ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা

shikha sharma diagnosed cancer

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাণঘাতী এই রোগই কেড়ে নিয়েছিল ছোট মেয়েকে। সেই ক্ষত মুছে যাওয়া তো দূর মলিন হওয়াও সম্ভবপর নয়। তবে অভ্যাস করে নেওয়া, সময়কে মানিয়ে নেওয়ার মুহূর্তেই আরও এক ধাক্কা পরিবারে। 

2/6

ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা

shikha sharma diagnosed cancer

ফের ক্যানসার আক্রান্ত প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা। বোনের জন্মবার্ষিকীতে সেই মন খারাপের কথা জানালেন ঐন্দ্রিলার দিদি, ঐশ্বর্য। একটানা ১৪ বছর ক্যানসারের মারণ থাবা ছুঁতে পারেনি তাঁকে। কিন্তু ২০২২ সালে ঐন্দ্রিলার মৃত্যুর মাস কয়েক আগে ফের ক্যানসার আক্রান্ত হন তিনি।

3/6

ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা

shikha sharma diagnosed cancer

শিখা দেবীর শরীরে প্রথম ক্যানসার ধরা পড়েছিল ২০০৭ সালে, সেরে ওঠার পর ২০০৮ সালে ফের তিনি আক্রান্ত হন ক্যানসারে।চিকিৎসায় সাড়া দিয়ে সেরে ওঠেন।  

4/6

ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা

shikha sharma diagnosed cancer

২০২৩ সালে অস্ত্রোপচার হওয়ার পর কিছুটা ভালো ছিলেন শিখাদেবী। দু’বছর পর আবার ফিরে এসেছে ক্যানসার। এ বার নাকি আরও ভয়ংকর রূপে ফিরে এসেছে। 

5/6

ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা

shikha sharma diagnosed cancer

১০ কেজি ওজনও কমে গিয়েছে। কিন্তু বায়োপসি রিপোর্ট এখনও জানানো হয়নি তাঁকে। ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এইবার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনে কীভাবে রিঅ্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছেন না ঐশ্বর্য। 

6/6

ক্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মা

shikha sharma diagnosed cancer

এন্দ্রিলার বাবা ডা. উত্তম শর্মা এবং দিদি ঐশ্বর্যের ফের অক্লান্ত যুদ্ধ শুরু। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, বাবা যখন বাড়ি থাকছে, সে ডিউটিতে আসছে। তাকে তো কাজও করতে হবে। তবে বাবার একটা সাপোর্ট আছে বলেই সবটা সামলাতে পারছেন বলে দাবি তার।