MK Stalin: করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি তামিল নাডুর মুখ্যমন্ত্রী স্টালিন
মঙ্গলবার ট্যুইট করে এমকে স্টালিন (MK Stalin) জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং আইসোলেশনে রয়েছেন।
Updated By: Jul 14, 2022, 03:10 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তি হলেন তামিল নাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin)। দু'দিন আগে করোনায় (Corona) আক্রান্ত হন তিনি। কাবেরী হাসপাতালে চিকিৎসাধীন ডিএমকে (DMK) নেতা।
মঙ্গলবার ট্যুইট করে এমকে স্টালিন (MK Stalin) জানান, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং আইসোলেশনে রয়েছেন। এরপর বৃহস্পতিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল। গত কয়েকদিন ধরেই তামিল নাডুর মুখ্যমন্ত্রীকে মাস্ক ছাড়া ঘুরতে দেখা গিয়েছিল।
১১ এবং ১২ জুলাই একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টালিন (MK Stalin)। ৮ ও ৯ জুলাই একটি সরকারি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।