স্কুলে জাতীয় সংগীত গাওয়ায় ফতোয়া জারি কর্তৃপক্ষের
ভারতের জাতীয় সংগীতের একটি অংশ নাকি ইসলাম বিরোধী। আর তাই জাতীয় সংগীত গাওয়া যাবে না। এমনই ভয়ঙ্কর ফতোয়া জারি করল উত্তরপ্রদেশের এলাহাবাদের একটি স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনাটি বাইরে প্রচার হওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক।
![স্কুলে জাতীয় সংগীত গাওয়ায় ফতোয়া জারি কর্তৃপক্ষের স্কুলে জাতীয় সংগীত গাওয়ায় ফতোয়া জারি কর্তৃপক্ষের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/07/62698-national-anthem6.jpg)
ওয়েব ডেস্ক : ভারতের জাতীয় সংগীতের একটি অংশ নাকি ইসলাম বিরোধী। আর তাই জাতীয় সংগীত গাওয়া যাবে না। এমনই ভয়ঙ্কর ফতোয়া জারি করল উত্তরপ্রদেশের এলাহাবাদের একটি স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনাটি বাইরে প্রচার হওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন- শিক্ষক-শিক্ষিকাদের হাতে বেধড়ক মার, এটাই নাকি উচিত শিক্ষা!
জানা গেছে, এলাহাবাদের ওই স্কুলটির ম্যানেজারের দাবি জাতীয় সংগীতে ''ভারত ভাগ্যবিধাতা'' শব্দদুটি ইসলাম বিরোধী। আর তাই এই ফতোয়া জারি করেছেন তিনি।
সরকারি ভাবে এখনও এই ঘটনায় কোনও বিবৃতি না মিললেও, বিজেপি নেতা শ্রীকান্ত শর্মা স্কুল কর্তৃপক্ষকে তুলধনা করেছেন। এদিকে, গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হবে বলে মনে করা হচ্ছে।