‘সংযম অভ্যাস করুন’, মোদীর বিরুদ্ধে মুখ খুললেন মনমোহন
প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর পদে বসে কথায় সংযম রাখা কতটা জরুরি। মনমোহন সিং এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সংযম থাকার উপদেশ দিলেন।
![‘সংযম অভ্যাস করুন’, মোদীর বিরুদ্ধে মুখ খুললেন মনমোহন ‘সংযম অভ্যাস করুন’, মোদীর বিরুদ্ধে মুখ খুললেন মনমোহন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/27/158262-manmohan.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে অশালীন মন্তব্যের পারদ চড়েছে দেখার মতো। হাল্কা শীতে বাজার গরম রাখতে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর সেটা সামলাতেই মাঝেমধ্যে বেঁফাস মন্তব্য করে ফেলছেন শাসক-বিরোধী সব নেতারাই। বাদ পড়ছেন না খোদ প্রধানমন্ত্রীও। গান্ধী-নেহরু পরিবারের তুলোধনা করতে গিয়ে ব্যক্তি আক্রমণও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ বার মোদীর বিরুদ্ধে মুখ খুললেন মনমোহন।
আরও পড়ুন- দেশের কোন শহর সবচেয়ে বেশি বেতন দেয়, জানেন?
প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর পদে বসে কথায় সংযম রাখা কতটা জরুরি। মনমোহন সিং এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সংযম থাকার উপদেশ দিলেন। তিনি বলেন, অবিজেপি শাসিত রাজ্যে প্রধানমন্ত্রী গেলে, তাঁর ভাষার প্রতি সংযম থাকা বাধ্যতামূলক। তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা উচ্চারিত না হয়, যাতে ওটাই আদর্শ হিসাবে গণ্য হয়। নিজের প্রধানমন্ত্রীত্বকালের উদাহরণ টেনে মনমোহন বলেন, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রীকে নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করে দেখুন, আমার সময়ে তাঁর রাজ্য বৈষম্যের স্বীকার হয়েছিল কিনা! মনমোহনের আরও মন্তব্য, দেশের প্রধানমন্ত্রীর আচরণ মূল্যবান। তাঁর কাছে যে কোনও রাজ্য এবং নাগরিক সমান।
আরও পড়ুন- পকেটে বুলেট! দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি
উল্লেখ্য, সম্প্রতি ছত্তীসগঢ়ের নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীকে এক হাত নিতে গিয়ে তাঁর পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নরেন্দ্র মোদী। নেহরু-গান্ধী পরিবারে বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি। রাহুলের উদ্দেশে মোদীর প্রশ্ন ছিল, দিদা-দাদুকে রাহুল জিজ্ঞাসা করুক ছত্তীসগঢ়ে এত দিন কেন উন্নয়ন হয়নি? কখনও রাহুলের ধর্ম নিয়েও প্রশ্ন ওঠে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কটাক্ষ, নির্বাচনী সভায় তিনি আর প্রধানমন্ত্রী থাকেন না। উল্লেখ্য, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে নিয়েও অশালীন কটাক্ষ করতে দেখা গিয়েছে কংগ্রেসের তরফে। রাফাল ইস্যুতে নরেন্দ্র মোদীকে ‘চোর’ বলে সম্বোধন করেন রাহুল।