রাহুল গান্ধীকে পালটা তোপ মায়াবতীর
উত্তরপ্রদেশে ভোট এগিয়ে আসতেই সম্মুখ সমরে নেমে পড়েছে দুই যুযুধান শিবির। শনিবার শেষ হয়েছে রাহুল গান্ধীর `জন চেতনা যাত্রা` । সেই যাত্রা নিয়ে এবার পাল্টা তোপ মায়াবতীর গলায়।
উত্তরপ্রদেশে ভোট এগিয়ে আসতেই সম্মুখ সমরে নেমে পড়েছে দুই যুযুধান শিবির। শনিবার শেষ হয়েছে রাহুল গান্ধীর `জন চেতনা যাত্রা` । সেই যাত্রা নিয়ে এবার পাল্টা তোপ মায়াবতীর গলায়।
রবিবার রমাবাঈ আম্বেদকর ময়দানে এক জনসভায় তিনি বলেন, "বিএসপি-কে কংগ্রেস ভয় পায় বলেই ‘যুবরাজ’ এত নাটুকেপনা করছেন। কংগ্রেস জানে আসন্ন নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত। তাই পার্লামেন্টের সেশন বাদ দিয়ে রাহুল পালিয়ে এসেছেন ইউপিতে!"
আগামী বছরের বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে রাহুল গান্ধীর এই প্রচারের পর নিজেদের মূল ভোট ব্যাঙ্ক, দলিতদের সমর্থন অটুট রাখতেই আজ দলিতনেত্রীর এই সভা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
এর আগে রাহুল গান্ধী তাঁর পাঁচ দিনের জন-সম্পর্ক যাত্রায় বারবারই আক্রমণ করেছেন মায়াবতী সরকারকে। প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের উন্নয়ন, দুর্নীতি সহ বেশ কিছু বিষয় নিয়ে। তিনি বলেছেন, বিগত ২০ বছরে ক্ষমতাসীন এসপি এবং বিজেপি সরকারের অপদার্থদায় উত্তরপ্রদেশের দরিদ্র সাধারণ মানুষ তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
রাজনৈতিক মহলের ধারণা আজকের সমাবেশ ছিল মায়াবতীর দলিতদের কাছে নিজেকে পুনপ্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ।