'দিল্লি উড়িয়ে দেওয়ার ছক' লস্কর জঙ্গিদের, বাঞ্চাল করল পুলিস
ভারতের রাজধানী দিল্লিতে নাশকতার ছক, লস্কর জঙ্গিদের, বাঞ্চাল করল দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।
Updated By: Dec 5, 2015, 11:29 AM IST
ওয়েব ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে নাশকতার ছক, লস্কর জঙ্গিদের, বাঞ্চাল করল দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।
দিল্লির বিভিন্ন অঞ্চলে নাশকতার ছক কষে ছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইবা। দিল্লির জনবহুল অঞ্চল গুলিতে নাশকতার প্ল্যান ছিল তাঁদের। নাশকতার খবর দিল্লি পুলিসের কাছে পৌঁছতেই তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ডিসেম্বর মাসের ১ তারিখেই খবর পেয়েছিল দিল্লি পুলিস। ওই ছক বাঞ্চাল করে দিল দিল্লি পুলিসের গোয়েন্দা শাখা।
দিল্লি পুলিস সূত্রে খবর জম্মু ও কাশ্মীর হয়েই দিল্লিতে আসে লস্কর-ই-তাইবার জঙ্গিরা। নুমান, জাইদ ও কুর্শিদ (কোড নাম) এই তিন জন মিলেই নাশকতার ছক কষে ছিল বলে জানিয়েছে দিল্লি পুলিস।