বাচ্চার হাফ টিকিট কেটে, ট্রেনের একটা গোটা আসনে বসিয়ে নিয়ে যাওয়ার দিন শেষ
মধ্যবিত্তের জন্য আরও একটা খারাপ খবর। অবশ্য বড়লোকের কি টাকা বেশি খরচ হলে ভালো লাগে! তাই খারাপ খবর সবার জন্যই। রেলের ভাড়া বাড়ল বাচ্চাদের।
![বাচ্চার হাফ টিকিট কেটে, ট্রেনের একটা গোটা আসনে বসিয়ে নিয়ে যাওয়ার দিন শেষ বাচ্চার হাফ টিকিট কেটে, ট্রেনের একটা গোটা আসনে বসিয়ে নিয়ে যাওয়ার দিন শেষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/04/46068-train4-12-15.jpg)
ওয়েব ডেস্ক: মধ্যবিত্তের জন্য আরও একটা খারাপ খবর। অবশ্য বড়লোকের কি টাকা বেশি খরচ হলে ভালো লাগে! তাই খারাপ খবর সবার জন্যই। রেলের ভাড়া বাড়ল বাচ্চাদের।
মানে সেই কিশোর কুমারের আমলের সেই 'হাফ টিকিট'-এর দিন শেষ।
এবার ৫ থেকে ১২ বছর বয়সি বাচ্চাদের জন্য ট্রেনে আর অর্ধেক ভাড়া দিলে চলবে না। এবার থেকে দিতে হবে পুরো ভাড়াই। তাই পরিবারের বাচ্চাদের সবাইকে নিয়ে যে, এবার একটু ঘুরতে যাবেন, সেখানে বাজেট বেড়ে গেল অনকেটাই।
যদিও এখনই এত চিন্তা করবেন না। কারণ, নতুন এই নিয়ম কার্যকর হতে এখনও খানিকটা দেরি আছে।
আগামি বছর এপ্রিল থেকে ৫-১২ বছর বয়সি বাচ্চাদের জন্য কাটতে হবে পুরো দামের টিকিট। কোনও হাফ টিকিট আর গ্রাহ্য হবে না। ট্রাফিক কমার্শিয়াল টু-এর ডেপুটি ডিরেক্টর রোহিত কুমার এই খবর জানিয়েছেন। রেল মন্ত্রকের কথা অনুযায়ী আইআরসিএ-র নিয়ম ২১১ এবং ট্যারিফ নম্বর ২৫ এর পার্ট ওয়ানে এই নতুন কথা বলা হয়েছে।
তাহলে প্রশ্ন আসছে, তবে কি হাফ টিকিট ব্যাপারটাই উঠে গেল? না, তা একেবারেই নয়। হাফ টিকিট থাকছে। তবে, বাচ্চা সেক্ষেত্রে কোনও পৃথক আসন পাবে না। তাকে কোলে বসিয়ে অথবা নিজেদেরই ভাগাভাগি করে বসিয়ে নিয়ে যেতে হবে।